বাংলা নিউজ > বায়োস্কোপ > Manoj Muntashir-Adipurush: আদিপুরুষ নিয়ে পাল্টি খেলেন মনোজ, বললেন, 'ওটা বড় ভুল ছিল, লোকজনের রাগ হওয়া...'
পরবর্তী খবর
Manoj Muntashir-Adipurush: আদিপুরুষ নিয়ে পাল্টি খেলেন মনোজ, বললেন, 'ওটা বড় ভুল ছিল, লোকজনের রাগ হওয়া...'
1 মিনিটে পড়ুন Updated: 10 Nov 2023, 03:06 PM ISTSubhasmita Kanji
Manoj Muntashir-Adipurush: আদিপুরুষ একটা বড় ভুল, স্বীকার করে নিলেন লেখক মনোজ মুনতাসির। আর কী জানালেন তিনি প্রভাস-কৃতির ছবি নিয়ে?
আদিপুরুষ নিয়ে পাল্টি খেলেন মনোজ
আদিপুরুষ মুক্তি পাওয়ার পর তুমুল সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে। সীতার পোশাক, রাবণের লঙ্কা, বাহন এবং অবশ্যই সংলাপ দেখে শুনে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন সবাই। রামায়ণের এমন কদাকার চিত্রায়ন মানতে পারেননি অনেকেই। বিশেষ করে হনুমানের মুখে যে সংলাপ বসানো হয়েছিল সেটা নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। যদিও পরে চাপে পড়ে সেই সংলাপ বদলে দেওয়া হয়, কিন্তু তবুও চরম সমালোচিত হয়েছিল সেই ছবি। সম্প্রতি প্রভাস এবং কৃতি শ্যানন অভিনীত এই ছবি প্রসঙ্গে মুখ খুললেন লেখক তথা গীতিকার মনোজ মুনতাসির শুক্লা।
আদিপুরুষ নিয়ে কী বললেন মনোজ?
আজতককে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি সম্প্রতি জানিয়েছেন আদিপুরুষ বানানোর সময় তিনি ১০০ শতাংশই ভুল করে ফেলেছেন। তাঁর কথা অনুযায়ী, 'আমি এতটা ইন্সিকিওর নই যে আমি আমার লেখাকে ডিফেন্ড করব বা বলব যে আমি যা লিখেছি সেটাই সেরা। এটা ১০০ শতাংশই ভুল ছিল। কিন্তু এই ভুল করার নেপথ্যে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। ধর্মকে আঘাত করতে চাইনি আমি, বা ভগবান রাম বা হনুমানের বিষয়েও খারাপ কিছু দেখাতে চাইনি।' তিনি তাঁর বক্তব্যে আরও জানান, 'আমি ভুলেও এটা করার কথা ভাবতে পারি না। হ্যাঁ, আমি একটা বড় ভুল করেছি। আমি শিখেছি এই ভুল থেকে। আগামীতে ভীষণ ভাবে সচেতন থাকব।'
এদিন মনোজ আরও জানান সেই সময় যখন দর্শকরা তাঁর ছবির নিন্দা করছিল সেটা তাঁর মেনে নেওয়া উচিত ছিল। কিন্তু তিনি সেটা না করে উল্টে সাফাই দেওয়ার চেষ্টা করে ভুল করেছেন বলেও জানান আদিপুরুষ-এর সংলাপ লেখক। তাঁর কথায়, 'লোকজন যখন ক্ষিপ্ত ছিল তখন নিজের হয়ে সাফাই দেওয়া উচিত হয়নি। ওটা আমার আরও বড় ভুল ছিল। আমার কথা বলা উচিত হয়নি সেই সময়ে। আমি সাফাই দেওয়ায় অনেকেই তাতে রাগ করেছিলেন। আর সেটা সঠিকও ছিল। আমি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি।'
যদিও এখন যতই সুর পাল্টান না কেন মনোজ মুনতাসির শুক্লা এর আগে কিন্তু তিনিই বলেছিলেন 'হনুমান বা বজরংবলী কোনও দেবতা নন। তিনি স্রেফ একজন ভক্ত ছিলেন। আমরা ওঁকে দেবতা বানিয়েছি।'