আগামী ১ মে⭕ বড় পর্দায় মুক্তি পাবে ‘দ্যা ভূতনি’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়♐ করবেন মৌনী রায়, সঞ্জয় দত্ত। মৌনী এমন একটি ভূতের চরিত্রে অভিনয় করবেন, যার শিকার শুধু অবিবাহিত পুরুষরা। ভূতের হাত থেকে সকলকে রক্ষা করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে সঞ্জয়, এটাই হল গোটা সিনেমার মূল গল্প।
সিনেমা মুক্তির আগে দ্যা মিডনাইট স্কোয়ারের সঙ্গে ছবি নিয়ে কথোপকথন চলাকালীন নিজের জীবনে একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্র🐻ী। একটি হোটেলে থাকাকালীন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির হঠা🌳ৎ করে ঘরে ঢুকে পড়ার কথা বলতে গিয়ে রীতিমতো শিউড়ে উঠলেন তিনি।
আরও পড়ুন: ‘আগামী ছুটি কাশ্মীরেই কাটাব...’! সন্ত্রাসী হামলায় ভয় না পাওয়ার আহ্বান ꧙স𝓰ুনীলল শেট্টির
মৌনী বলেন, ‘জায়গার নামটা ঠিক মনে নেই। তবে এই🔥টুকু মনে আছে, একটি ছোট শহরে আমি কাজের সূত্রে একটি হোটেলে ছিলাম এক রাত। গভীর রাতে হঠাৎ এক ব্যক্তি দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে। সৌভাগ্যবশত সেদিন আমি একা✱ ছিলাম না, আমার সঙ্গে আমার ম্যানেজারও ছিল।’
মৌনী আ🦩রও বলেন, ‘আমরা যখন বুঝতে পেরেছিলাম যে ঘরে কেউ প্রবেশ করছে তখন সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দিই। হোটেলের রিসেপশনিস্টের সঙ্গে যোগাযোগ করলে তারা হঠাৎ করেই ব্যাপারটা এড়িয়ে যান। তারা বলে⛎ন যে হোটেলের কোনও স্টাফ হবে। কিন্তু হোটেলের যদি স্টাফ হন, সে ক্ষেত্রে ১২:৩০ মিনিট নাগাদ কোনও বেল না বাজিয়ে কেন দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করবে সে?’
আরও পড়ুন: '♋সম♛ালোচনা কষ্ট দেয়...', কেশরী চ্যাপ্টার ২ সাফল্যের মাঝেও কেন মন ভার অক্ষয়ের?
মৌনী জনপ্রিয়তা পেয়েছিলেন ‘নাগিন’ সিরিয়ালে অভিনয় করে। পরবর্তীকালে ‘দেবো কা দেব মহাদেব’ সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হন তিনি। বড় পর্দাতেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ‘গোল্ড’, ‘মেড ইন চায়না’, ‘ব্রম্ভাস্ত্র’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই🐎 অভিনেত্রী।