শাহরুখের সঙ্গে আর দেখা হয়েছে কিনা প্রশ্ন করা হলে নানা বলেন, ‘যখনই ওঁর সঙ্গে আমার দেখা হয়, উনি খুবই সম্মান কদেন, ওঁর সঙ্গে আমার কোনও সমস্যা নেই। ও আমার আপন, ও আমার থেকে বয়সেও ছোট, তাহলে কেন ওঁর সঙ্গে আমার সমস্যা হবে?’
নানা পাটেকর-শাহরুখ খান
সালটা ছিল ১৯৯২, সেসময় শাহরুখ সবে সবে বলিউডে কেরিয়ার শুরু করছেন। খ্যতনামা অভিনেতা নানা পাটেকরের সঙ্গে শাহরুখের প্রথম ছবির নাম ছিল 'রাজু বন গয়া জেন্টলম্যান', 'শক্তি দ্য পাওয়ার' বলেও একটি ছবিতে কাজ করেছিলেন নানা ও শাহরুখ। তবে পরবর্তী সময়ে শাহরুখের সঙ্গে নানা পাটেকরের তিক্ততার কথা শোনা যায়। সম্প্রতি প্রথমবার সেবিষয়েই মুখ খুললেন নানা পাটেকর।
এই মুহূর্তে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির প্রচার করছেন নানা, সেখানেই শাহরুখের সঙ্গে তাঁর যে তিক্ততার কথা শোনা যায়, সেবিষয়ে প্রশ্ন করা হয়। আর তখনই শাহরুখকে নিয়ে মুখ খোলেন নানা। বলেন, ‘শাহরুখ খুব ভালো শিল্পী। ওঁর প্রথম ছবি, রাজু বন গেল জেন্টলম্যান, আমার সঙ্গে ছিল। পরে আরও একটি ছবি প্রথম মুক্তি পেয়েছিল, তবে ওঁর প্রথম ছবিই তো আমার সঙ্গে ছিল। আপনি ওকেও জিজ্ঞাসা করতে পারেন, আমি সেসময়ই ওকে বলেছিলাম, ওর প্রথম ছবির সময়, যে ও একদিন অনেক বড় তারকা হয়ে উঠবে’।
শাহরুখের সঙ্গে আর দেখা হয়েছে কিনা প্রশ্ন করা হলে নানা বলেন, ‘যখনই ওঁর সঙ্গে আমার দেখা হয়, উনি খুবই সম্মান কদেন, ওঁর সঙ্গে আমার কোনও সমস্যা নেই। ও আমার আপন, ও আমার থেকে বয়সেও ছোট, তাহলে কেন ওঁর সঙ্গে আমার সমস্যা হবে?’