মহা শি💦বরাত্রি উপলক্ষে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে দেখা গেল বলিউড অভিনেত্রী পরিনিতি চোপড়া এবং আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডাকে। শিবের আশীর্বাদ পেতে সপরিবারে কাশী বিশ্বনাথ মন্দির উপস্থিত হয়েছেন অভ𓆉িনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
বুধ๊বার অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি উপলক্ষে সারা দেশ জুড়ে ভগবান শিবের আরাধনা করছেন বহু মানুষ। কিছু কিছু সেলিব্রিটি মহাকুম্ভে উপস্থিত হয়েছেন মহা শিবরাত্রি উপলক্ষে, তেমন অন্যদিকে সপরিবারে পরিনীতি চোপড়াকে দেখা যায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে।
আরও পড়ুন: 'অক্ষয় আমায় শিখিয়েছিলেন..', তন্দুরি নাইটস নিয়ে জাহ্নবীর রসিকতায় ✅কী 🎉মত হিমেশের?
আরও পড়ুন: নিজের গান নিজেই শুনে বিব্রত শ্রেয়া! গায়িক🍸াকে কেন ‘ভণ্ড’ বললেন সবাই?
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর যে সমস্ত ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী একটি হলুদ রঙের সালোয়ার পরে রয়েছেন এবং গায়ে জড়িয়ে রেখেছেন একটি গোলাপি রঙের ওড়না। রাঘবকে দেখা যাচ্ছে একটি সাদা রংয়ের পাজামা পাঞ্জাবি পরে থাকতে, গায়ে নীল রংয়ের♛ একটি উড়নি জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
ছবিতে শুধু রাঘব বা𒉰 পরিনীতি নন, দেখা যাচ্ছে পরিবারের আরো তিন সদস্যকে। বোঝাই যাচ্ছে একেবারে সপরিবারে কাশী বিশ্বনাথের আশীর্বাদ নিতে মন্দিরে পৌঁছে গেছেন এই তারকা দম্পতি। অন্য একটি ছবিতে হাত জোড় করে শিবের থেকে আশীর্বাদ চাইতে দেখা যায় পরিনীতি এবং রাঘবক🀅ে।
আরও পড়ুন: মহাম🐈ুম্ভে ক্যাটকে দেখতে পুরুষদের ঢল, ভিডিযꦛ়ো দেখে বিরক্ত নেটিজেনরা
আরও পড়ুন: শেষ মুহূর্তে মহাকুম্ভে🔜 সস্ত্রীক উদিত, উচ্ছসিত গায়ক বললেন, ‘আমি 🔴খুব ভাগ্যবান…’
প্রসঙ্গত, ২০২৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাঘব এবং পরিনীতি। রাজস্থানের উদয়পুরে একটি বিলাসবহুল হোটেলে পাঞ্জ🍨াবি মতে বিবাহ করেন তাঁরা। বিনোদন এবং রাজনীতি মহলের বেশ কিছু পরিচিত মুখকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল এই তারকা দম্পতির বিয়েতে।