জি বাংলায় আসছে নতুন সিরিয়াল 'তুই আমার হিরো'। আগামী ১০ মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে ৬টায় দেখা যাবে এই ধারাবাহিক। ভাবছেন এ আবার কী নতুন কথা! এখবর তো পুরনো। এতদিনে এও জেনে গিয়েছেন এই নতুন সিরিয়ালে নায়ক-নায়িকা হয়ে জুটি বেঁধেছেন রুবেল দাস ও আ🦋রাত্রিকা মাইতি। সেও নাহয় হল। তবে চমকটা রয়েছে অন্য জায়গায়।
আর ৫ মার্চ, বুধবার রাতে চ্যালেন কর্তৃপক্ষের তরফে পোস্ট হওয়া নতুন প্রমোতে সামনে আসে আসল চমক। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে অনেকেই হয়ত চমকে গিয়েছিলেন। ভেবেছেন আরে ইনি কে? দে𒆙ব যে…। তুই আমার হিরো-র প্রমোতে সুপারস্টার দেব কেন? সাংসদ অভিনেতা আরা সিরিয়াল করছেন নাকি? হঠাৎ প্রমো দেখে হয়ত ধোঁꦅয়াশা তৈরি হয় অনেকের মনে।
কিন্তু কী আছে 'তুই আমার হিরো'-র নতুন প্রোমোয়?
প্রোমোর শুরুতেই দরজা খুলে ভিতরে ঢুকে আসতে দেখা যাচ্ছে দেবকে। তাঁকে বলতে শোনা যায়, ‘দীপক থেকে দেব হয়ে൲ ওঠার রাস্তাটা সহজ ছিল না।’ আর এরপরই স্পষ্ট হয় সুপারস্টার দেবের মুখ। স্বপ্নভঙ্গ, ব্যর্থতা, পরীক্ষার পর পরীক্ষা, নিজেকে একটা প্রমিশ ( প্রতিশ্রুতি) করেছিলাম যাই হয়ে যাক, হেরে যাব না, হেরে আমি যাব না। এই জিৎ-ই হয়ত একদিন বদলে দিল সবকিছু। আর আপনারা বললেন, তুই আমার হিরো।'
আরও💜 পড়ুন-জিৎ বনাম প্রসেনজিৎ-এর লড়াই, এবার জমবে খেলা! কলকাতা শহরে এসব কী ঘটছে?
নিশ্চয় ভাবছেন, এই সিরিয়ালটা দেবের নাকি?
নাহ, ঠিক এরপরই সামনে আসে আসল গল্প। দেখা মেলে 'শাক্যজিৎ' অর্থাৎ রুবেল দাসের। ফের দেব বললেন, ‘সুপারস্টার শা🐽ক্যজিৎ-এর গল্পটাও হুবহু আমারই মতো। বাইরে থেকে সুপারস্টার হলেও ভি🍨তরে ভিতরে আজও মিস করে পাড়ার মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা, ফাউ সমেত ফুচকা, কাদা মাঠে ফুটবল।’
আর এরপরই দেবের সঙ্গে একফ্রেমে ধরা দে🦩ন রুবেল দাস। রুবেলের কাঁধে হাত রেখে দেব বললেন, ‘আরে দাঁড়াও দাঁড়াও, সুপারস্টারের সুপারহিট গল্পে হিরোইন থাকবে না তা আবার হয় নাকি?’ আর এরপরই করিডোর দিয়ে হেঁটে আসতে দেখা যায় নায়িকা মোহনা মাইতিকে। শাক্য আর আরশি-র জমজমাট লাভ স্টোরি নিয়ে আসছে 'তুই আমার হিরো'।
এবার নিশ্চয় বিষয়টা স্পষ্ট। প্রোমোর শেষে স্পষ্ট হয়ে যায় আসল বিষয়টি। আসলে সিরিয়ালের গল্পে দেব নেই। রুবেল ও মোহনার 'তুই আমার হিরো' প্রচারের জন্যই তাঁদের সঙ্গে দেখা মিলেছে আসল বাস্তবের ꦺসুপারস্টারের। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা প্রোমোর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।