বাংলা নিউজ > বায়োস্কোপ > Shreema Bhattacharjee: গাঁটছড়ার দ্যুতির খোলা পিঠে চুমু! শ্রীমার অনুমতি ছাড়া কে করল এই কাজ?
পরবর্তী খবর
Shreema Bhattacharjee: গাঁটছড়ার দ্যুতির খোলা পিঠে চুমু! শ্রীমার অনুমতি ছাড়া কে করল এই কাজ?
1 মিনিটে পড়ুন Updated: 25 Nov 2023, 03:39 PM ISTSubhasmita Kanji
Shreema Bhattacharjee: গাঁটছড়ার দ্যুতি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন তাঁর পোস্টের মাধ্যমে। এবার আবার নতুন করে কী পোস্ট করলেন অভিনেত্রী?
গাঁটছড়ার দ্যুতির খোলা পিঠে চুমু!
হেমন্তের এই ঠান্ডা ঠান্ডা আমেজে আচমকাই সোশ্যাল মিডিয়ার উষ্ণতা বাড়িয়ে দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। জামাই রাজা থেকে শুরু করে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তাঁকে গাঁটছড়া ধারাবাহিকে দেখা যাচ্ছে। এখানে তাঁর চরিত্রের নাম দ্যুতি। তাঁর চরিত্রটি কখনও ভালোর আলোয় দেখানো হয়, কখনও আবার নেতিবাচক। অনস্ক্রিন যাই হোক না কেন, বাস্তবে মাঝে মধ্যেই শ্রীমা বোল্ড লুকে ধরা দেন যা ঘুম কেড়ে নেয় অনেকেরই। আবার নতুন করে তিনি কী করলেন?
শ্রীমার নতুন পোস্ট
সম্প্রতি গাঁটছড়ার দ্যুতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট করেছেন যেখানে তাঁকে ব্যাকলেস পোশাকে রোদ পোহাতে দেখা যাচ্ছে। আর তাঁর এক পোস্ট ঘিরেই চড়ছে উষ্ণতার পারদ।
এই পোস্টেই অভিনেত্রী জানিয়েছেন কেউ তাঁর পিঠে চুমু খেয়েছেন। কিন্তু কে? ইন্দ্রনীল? আসলে ইন্দ্রনীলের সঙ্গে তাঁর প্রেম নিয়ে চর্চার শেষ নেই। অনেকেই ভেবেছেন এই ছবিতেও নিশ্চয় অভিনেত্রীর পিঠে তিনিই চুমু খেয়েছেন। কিন্তু না। চুমু খেয়েছে অন্য কেউ। স্বয়ং সূয্যিমামা অর্থাৎ সানকিসড ফটো সেটা। এটা অভিনেত্রীর আন্দামান সফরের ছবি। ছবিতে তাঁকে কালো বিকিনি এবং খুলে পড়া শার্ট পরে থাকতে দেখা যাচ্ছে। গাছের নিচে দাঁড়িয়ে পোজ দিয়েছেন গাঁটছড়ার দ্যুতি। তাঁর এই বোল্ড এবং সুন্দর রূপে মুগ্ধ হয়েছেন অনেকেই। ঝরে পড়েছে প্রশংসাও।