বাংলা নিউজ > বায়োস্কোপ > Shruti Das: 'নতুন আশার আলো...' ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা, আমার বসের শুটিংয়ের প্রথমদিনে আবেগঘন শ্রুতি
পরবর্তী খবর
Shruti Das: 'নতুন আশার আলো...' ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা, আমার বসের শুটিংয়ের প্রথমদিনে আবেগঘন শ্রুতি
2 মিনিটে পড়ুন Updated: 18 Jan 2024, 10:16 PM ISTSubhasmita Kanji
Shruti Das on Amar Boss: শুরু হয়ে গেল আমার বস ছবির শুটিং। এদিন কেমন গেল সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিলেন শ্রুতি দাস।
আমার বসের শুটিংয়ের প্রথমদিনে আবেগঘন শ্রুতি
ছোট পর্দা থেকে বড় পর্দায় পা। এর আগে শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু সহ একাধিক অভিনেত্রীদের এই অভিষেক হয়েছে। এবার সেই দলে নাম লেখালেন শ্রুতি দাসও। তিনি উইন্ডোজ প্রোডাকশন হাউজের নতুন ছবি আমার বস ছবিতে আছেন। এদিন ছিল এই ছবির প্রথম শুটিংয়ের দিন। সেখানকার অভিজ্ঞতা এদিন ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
আমার বস ছবি প্রসঙ্গে শ্রুতি দাস
এদিন কলকাতার বুকে, ভিক্টোরিয়ার সামনে শুরু হয়ে গেল আমার বস ছবির শুটিং। উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। সেখানকার একাধিক ছবি এদিন অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাখি গুলজারকে। সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, প্রমুখ। ছবিটির পরিচালনা করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়।
এদিন শ্রুতি তাঁদের প্রথম দিনের শুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করে লেখেন, 'কাটোয়ায় থাকাকালীন যখন বাবা মায়ের হাত ধরে বা একা একা ট্রেনে বাসে করে কলকাতায় আসতাম, কতবার ভিক্টোরিয়ার সামনে এসেছি একবার লেবুর সরবত খেয়েছি মনে আছে। তবে ফুচকা খাওয়া হয়নি কোনদিন। খেলাম তো খেলাম, কার সাথে খেলাম? কার হাত ধরে রাস্তা পেরোলাম? দ্য রাখি গুলজার।'
তিনি এদিন আরও লেখেন, 'আমার জীবনে নতুন বছরে আশার আলো দেখিয়ে স্বপ্নের জানালা কারা খুলে দিলেন? উইন্ডোজ প্রোডাকশন হাউজ। কারা একটা জেদি মেয়েকে আরও জেদি বানিয়ে তুলে তাদের কাছে টেনে নিলেন? শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। এসব স্বপ্নগুলো জেগে জেগে দেখতে হয়, বিশ্বাস করুন! সত্যি হতে হবেই।'