পরপর ২ দিন ২ অণুপ্রবেশকারী হানা দেয় গ্যালাক্সিতে। ১৯ মে ইশা ছাবড়া নামের এক মহিলা হঠাৎ করে ঢুকে পড়েন ভাইজানের গ্যালাক্সিতে। লিফট অব্দি পৌঁছে যান তিনি। পরের দিন অর্থাৎ ২০ মে জিতেন্দ্র কুমার সিং নামে এক ২৩ বছর বয়সী যুবক গ্যালাক্সিতে প্রবেশ করার চেষ্টা করে।
২ অনুপ্রবেশকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দায়ের করা হয় মামলা। পরপর ২ দিন এইভাবে অচেনা মানুষের প্রবেশ কিছুটা হলেও চিন্তায় ফেলেছে গোটা খান পরিবারকে। ইতিমধ্যেই ধৃতদের জেরা করা শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: পরনে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কানে অদিতিকে নববধূর সাজে দেখে মুগ্ধ ভক্তরা
আরও পড়ুন: নিষ্পাপ ভালোবাসার গল্প জুড়ে ৯০ দশকের নস্টালজিয়া! প্রকাশ্যে রাসের ট্রেলার, কবে মুক্তি?
তবে জেরার মুখে পড়ে ইশা যা বলেন তা শুনে কিছুটা হলেও হকচকিয়ে যান পুলিশ। পুলিশি জেরায় তিনি জানান, ভাইজানের আমন্ত্রণেই নাকি তিনি গিয়েছিলেন মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। বাড়ির ভেতরে ঢুকে দরজা ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। সেই সময় নাকি পরিবারের এক সদস্যের সঙ্গে দেখাও হয় তাঁর।
তবে অনুপ্রবেশকারীর এই গোটা মন্তব্যে আমল দিতে নারাজ পুলিশ। ভাইজান অথবা পরিবারের তরফ থেকেও এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আদৌ ওই মহিলাকে অভিনেতা চেনেন কিনা, সেটা তদন্ত করে জানা যাবে।
আরও পড়ুন: একসূত্রে বাঁধা ৩ গল্প! ভরা সন্ধ্যাতেও ভয় ধরাল অমৃতা-রূপাঞ্জনাদের ভূতপূর্ব রূপ, প্রকাশ্যে ছবির ঝলক
আরও পড়ুন: অক্ষয় বা সানির ছবি নয়, এপ্রিলে সবথেকে বেশি আয় করেছে কোন অভিনেতার সিনেমা?
প্রসঙ্গত, ইশা পেশায় একজন মডেল। খর এলাকার বাসিন্দা। ৬ মাস আগে নাকি একটি পার্টিতে ভাইজানের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তারপরেই নাকি ভাইজান তাঁকে আমন্ত্রণ জানান। অভিনেতার আমন্ত্রণ রক্ষা করার জন্যই নাকি গ্যালাক্সিতে পৌঁছেছিলেন তিনি, এমনই মন তাঁর।
উল্লেখ্য, গত বছর থেকে একটানা প্রাণনাশের হুমকি পাওয়ার ফলে কড়া নিরাপত্তায় নিজেকে মুড়ে রাখেন ভাইজান। গত বছর এপ্রিল মাসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চলার পর এই নিরাপত্তা আরও জোরদার হয়। তবে এত কিছুর পরেও কীভাবে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি অবলীলায় ঢুকে পড়েন গ্যালাক্সিতে, তা নিয়ে উঠেছে প্রশ্ন।