বিগত বেশ কিছু মাস ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল সোহেল দত্ত এবং তিয়াসা লেপচা নাকি প্রেম করছেন। এতদিন এই বিষয়ে মুখ না খুললেও ভ্যালেন্টাইন্স ডের দিন প্রেমিকের পাঠানো উপহার পোস্ট করেন ছোট পর্দার শ্যামা। এরপর সুকান্ত অনন্যার এনগেজমেন্ট পার্টি থেকেও এদিন বেশি কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। শুধু তাই নয়, তাঁদের বন্ধু সায়ক চক্রবর্তীও তাঁদের বিয়ে নিয়ে ইঙ্গিত দেন।
কী পোস্ট করেছেন তিয়াসা?
এদিন তিয়াসা লেপচা সোশ্যাল মিডিয়ায় সুকান্ত কুন্ডু এবং অনন্যা গুহর এনগেজমেন্ট পার্টিতে তোলা বেশ কিছু ছবি পোস্ট করেন তাঁর এবং সোহেলের। সেখানেই তাঁকে কোনও ছবিতে সোহেলের চোখে ডুব দিতে দেখা গিয়েছে, তো কোনও ছবিতে একসঙ্গে রোম্যান্টিক পোজ দিয়েছেন। এদিন অভিনেত্রী এই ছবিগুলো পোস্ট করেন, আর ক্যাপশনে অনেকগুলো লাল হৃদয়ের ইমোজি দেন।
আরও পড়ুন: '…ওই চেয়ারগুলো তত দূরে যাবে’, ২ দিন পরেই গ্র্যান্ড ফিনালে, তার আগে আরাত্রিকাকে কী টিপস দিলেন ইন্দ্রদীপ?
কী লিখলেন সায়ক?
এদিন সায়ক চক্রবর্তী একটি ভিডিয়ো পোস্ট করেন সেখানে তিনি লেখেন, 'শ্যামার প্রেম তো জমে উঠেছে। সামনেই ওদের বিয়ে।' সেখানেই দেখা যায় সোহেলের হাত ধরে দাঁড়িয়ে তিয়াসা। তাঁদের দুজনকে শুভেচ্ছা জানান সায়ক। অভিনেত্রী কারণ জিজ্ঞেস করতেই তিনি বলেন, ' এই যে দুজনকে একসঙ্গে কী সুন্দর লাগছে।' সেই ভিডিয়োতেই তাঁদের একসঙ্গে সবাইকে নাচতে দেখা যায়। হইহুল্লোড় করেন।
প্রসঙ্গত তিয়াসা এবং সোহেল বহুদিনের বন্ধু। সেই সম্পর্কই যে নতুন ধাপে উন্নীত হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আর তাঁদের এই সম্পর্কের কথা জানতে পেরে দারুণ খুশি তাঁদের অনুরাগীরাও। তিয়াসাকে বর্তমানে রোশনাই ধারাবাহিকে দেখা যাচ্ছে। নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী।