Soumitrisha: পিরিয়ডস হওয়ার ঠিক আগে খিটখিটে মেজাজ থেকে জাঙ্ক ফুডের প্রতি ঝোঁক বাড়ে! রিল ভিডিয়ো শেয়ার মিঠাইরানির।
সৌমিতৃষা কুণ্ডু
ঋতুস্রাব বা পিরিয়ড নারীদের একটি অতি সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তা সত্ত্বেও ২০২৩-এ দাঁড়িয়েও ঋতুস্রাব নিয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না অনেকেই। কারণ ভারতীয় সমাজব্যবস্থায় সেটি আজও ট্যাবু। কিন্তু পর্দার মতো বাস্তবেও স্রোতের বিপরীতে হাঁটতেই ভালোবাসেন মিঠাইরানি। সদ্য শেষ করেছেন ‘মিঠাই’-এর শ্যুটিং। এর মাঝেই ‘প্রধান’-এর শ্যুটিংয়ের প্রস্তুতিতে ব্যস্ত। তার মাঝে সোশ্যাল মিডিয়ায় অনেকটা সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রিল ভিডিয়ো শেয়ার করে নেন সৌমতৃষা। সেখানেই ‘ওম্যান ক্যালেন্ডার’ শীর্ষক একটি ভিডিয়ো শেয়ার করেছেন নায়িকা। সেখানে কী দেখানো হয়েছে? ঋতুস্রাব শুরুর ৮ দিন আগে থেকেই চিন্তায় ঘুম উড়ে যায় মেয়েদের। এরপর শুরু বেশি করে জাঙ্ক ফুড খাওয়া, অল্পতেই খিটখিট করা-বিরক্তি ভাব, কখনও বিছানায় বসে চিপসের প্যাকেট শেষ করা আবার কখনও বাথরুমে বসে কান্না। মুখে পিম্পল বার হচ্ছে কিনা আয়নার সামনে দাঁড়িয়ে ঘনঘন চেক করা। আর ঋতুমতী অবস্থার প্রথম দু-দিন বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরে সারাদিন কাটানো! আর তিনদিন পর সেজেগুছে বাইরে যাওয়ার জন্য তৈরি।
সৌমিতৃষার ইনস্টা পোস্ট
এই ভিডিয়ো শেয়ার করে সৌমিতৃষা ক্যাপশনে লেখেন- ‘একদম সত্যি (So True)’। ঋতুমতী অবস্থাতে হামেশাই যে বিছানায় শুয়ে সময় কাটানোর সুযোগ মেয়েদের থাকে তা নয়, কিন্তু মানসিকভাবে এই ভিডিয়োর সঙ্গে আত্মস্থ হতে পারছেন সকলেই। সোশ্যালে রীতিমতো ভাইরাল হেলথ ন্যাগের এই ভিডিয়ো।