২৭ বছরে পা দিলেন এদিন ঋদ্ধি সেন। তাঁ𝕴র জন্মদিন উপলক্ষে তাঁর মা, কাছের বন্ধুরা, সহকর্মীরা, অনুরাগীরা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন সমাজ মাধ্যমে। প্রায় দিনশেষে আদুরে এক ব🐭ার্তা এল প্রেমিকা সুরঙ্গনার থেকে। ঋদ্ধির জন্য কী লিখলেন অভিনেত্রী, গায়িকা?
আরও পড়ুন: ফেডারেশ🐓নের দাদাগিরি নয়, পরিচালকদের পাশেই হাইকোর্ট! রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরকে෴ কী নির্দেশ?
ঋদ্ধির জন্মদিনে সুরঙ্গনার শুভেচ্ছা
এদিন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে তিনটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যাচ্ছে ঋদ্ধি চোখে দূরবীন ধরে দাওঁড়িয়ে, পিছনে এ ট্রিপ টু দ্য মুনের পোস্টার দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে ঋদ্ধির কোলে বসে তাঁর চোখে ডুবে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আর শেষ ছবিত𝓡ে ঋদ্ধি সেনের ছোটবেলার ছবি দেখা যাচ্ছে একটা।
আরও পড়ুন: ঠাকুরপুকুর পথ দুর্ঘটনার পর ফের বিপাকে আরিয়ান! ফাঁস ভিডিয়ো বৌমা অভিনেতার ফুলশয্যার গোপন ℱভিডিয়ো
সুরঙ্গনা এদিন লেখেন, 'গত ১০ বছর ধরে আমার সৌভাগ্য হয়েছে যে আমি তোমার চোখে গোটা পৃথিবীকে দেখেছি, কিন্তু এমন ভাবে দেখেছি যে আমি নিজের পথ খুঁজে পেয়েছি। নিজের মতো করে প☂ৃথিবীকে দেখতে শিখেছি। ধন্যবাদ সবসময় সেই বন্ধুটা হওয়ার জন্য যে চোখের সামনে আয়না ধরে সত্যি দেখায়।'
অভিনে🧔ত্রী ꦓএদিন আরও লেখেন, 'পৃথিবী জুড়ে চরমপন্থা বাড়ার মাঝে, সাদা কালোর একটা দুনিয়ার মধ্যে তুমিই আমায় রঙিন ধূসর দেখিয়েছ। গোটা পৃথিবী অপেক্ষা করতে পারে সেই রং দেখার জন্য। এখন আপাতত তোমার লেন্সের মাধ্যমে আমাদের একটা চাঁদের সফর করাও। জলদি। শুভ জন্মদিন।'
এদিন রেশমি সেনও ছেলের জন্মদিনে উপলক্ষ্যে একটি আদুরে বার্তা লেখেন। সেখানে তিনি লেখেন, 'যাকে শিরদাঁড়া সোজা করে হাঁটতে শিখিয়েছিলাম, সেই আজ আমাদের শিরদাঁড়া, এর থেকে আনন্দ বাবা মা'র জীবনে 🍬আর কিছুই হতে পারে না। শুধু মনে রাখিস হাত বাড়ালেই পাশে আমাদের পাবি। শুভ জন্মদিন আমাদের আলো।'
আরও পড়ুন: ৩ দিনেই ১.৭০ কোটির কাছাকাছি একেন বাবু! কিলবিলকে🐲 ছাপিয়ে এক নম্বর হওয়ার দৌড়ে আমার বস, আয় কত?