একাধিকবার ধর্ষণ এবং খুনের হুমকি পেয়েছেন উরফি জাভেদ! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন তিনি। বিগ বসের প্রাক্তন প্রতিযোগী এবং বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জানান তিনি যখন রাজপাল যাদব অভিনীত ছোট পণ্ডিতের লুক রিক্রিয়েট করেছিলেন তখন তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। বাদ যায়নি ধর্ষণের হুমকিও। প্রসঙ্গত ২০০৭ সালে মুক্তি পাওয়া ছবি ভুল ভুলাইয়া ছবির চরিত্র ছিল এটি।
রাজপাল যাদবের মতো ছোট পণ্ডিত লুকে সেজেছিলেন উরফি
উরফি একটি কোলাজ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে উরফি এবং রাজপালকে একই লুকে দেখা যায়। উরফির পরনে একটি লাল ফুলহাতা টিশার্ট সঙ্গে গেরুয়া প্যান্ট। তাঁর গলায় একটি মালা দেখা যায়। গোটা মুখে তাঁর লাল রং।
কী লিখেছেন উরফি?
উরফি এদিন লেখেন, 'রাজপাল যাদব যখন এই লুকে ধরা দিয়েছিলেন তখন কারও কোনও আপত্তি হয়নি, কিন্তু আমি সাজাতেই যত আপত্তি। কোনও কারণ ছাড়াই আমায় খুন এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ভুল ভুলাইয়া ছবির এত বছর পর আমি এভাবে সাজায় আচমকাই ধর্মের সব রক্ষকরা জেগে উঠেছেন। আমার ধর্মের কোনও রং নেই। ধূপ ধুনোর কোনও ধর্ম নেই।'
আরও পড়ুন: 'লজ্জাজনক, ছিঃ!' ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের সমর্থন কানাডিয়ান-পঞ্জাবি গায়কের, প্রতিবাদ কঙ্গনার
আরও পড়ুন: ডেঙ্গিতে কাবু শ্রীজাত, হাসপাতালে ভর্তি হওয়ার পর এখন কেমন আছেন কবি?