পরনে শাড়ি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, লম্বা চুল, নারী বেশে চোখ না✨মিয়ে দেওয়ালে ঠেস দিয়ে যিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি শিবপ্রসাদ। আরও একটি ছবিতেও লাল পাড় সাদা শাড়ি পরে পুজোর থালা হাতে দাঁড়িয়ে পরিচালক-প্রযোজক-অভিনেতা। তাঁর এই দুটি ভিন্ন💎 সময়ের, পৃথক দুই চরিত্রের ছবি উঠে এসেছে জিনিয়া সেনের ফেসবুকের পাতায়। উপলক্ষ্য শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন।
হ্য়াঁ, আজ ২০ মে (২০২৫) অভিনেতা-পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। যিনি কিনা বাংলা ছবিকে নতুন পথ দেখিয়েছেন। বাঙালি সিনেপ্রেমী দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। মঙ্গলবার অভিনেতা স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে অনুপ সিং পরিচালিত ‘একটি নদীর নাম’ (২০০৩) এবং নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়েꦆর ‘বহুরূ🅰পী’ (২০২৪) থেকে দুটি ছবি শেয়ার করেছেন জিনিয়া সেন। আর এই দুটি ছবিতেই পৃথক দুই গল্পের প্রয়োজনে নারী বেশে দেখা যাচ্ছে শিবপ্রসাদকে।
ছবিগুলির সঙ্গে জিনিয়া লিখেছেন, ‘অনুপ সিং পরিচালিত একটি নদীর নাম (২০০৩) থেকে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির বহুরূপী (২০২৪) পর্যন্ত - এবং তার আগের, পরে এবং মাঝখানের সমস্ত গল্প - এটি একটি অসাধারণ যাত্রা। কখনও কখনও, যাত্রা গন্তব্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। নিজের ছন্দে এগিয়ে চল♏ুন। শুভ🔯 জন্মদিন।’
ℱজিনিয়া সেনের এই পোস্টে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর বহু অনুরাগী।
প্রসঙ্গত, অনুপ সিং পরিচালিত ২০০৩ 𓆉সা🎃লের তথ্যচিত্র-ধাঁচের ছবি একটি নদীর নাম (ইংরেজি: দ্য নেম অফ আ রিভার) কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের জীবন ও কর্মের অন্বেষণ করে ১৯৪৭ সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে নির্মিত। আর এটা ছিল অনুপ সিং-এর প্রথম ছবি। যেটি কিনা বাংলাদেশ ও ভারতের মধ্যে নদী পার হওয়া একজন পুরুষ ও একজন মহিলার প্রেমের গল্পের উপর আলোকপাত করে। যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ।
তারপর মাঝে অনেকটা সময় গিয়েছে। অভিনেতা হিসাবে এবং পরবর্তী সময় পরিচালক-প্রযোজক হিসাবেও অনেকটা পথ পার করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। নন্দিতা রায়ের সঙ্গে মিলে উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় সিনে প্রেমীদের উপহার দিয়েছেন একের পর এক হিট বাংলা ছবি। তাঁদের পরিচালনায় তৈরি ২০২৪-এর 'বহুরূপী' ছিল ব্লকবাস্টার। এটিও বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। ১৯৯৮ থেকে ২০০৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার রায়পুর গ্রামে ঘটে যাওয়া একাধিক ব্যাঙ্ক ডাকাতির𒈔 ঘটনা অবলম্বনে নির্মিত। যেখানে বিক্রম প্রামাণিকের ভূমিকায় দর🦩্শকদের মুগ্ধ করেছেন শিবপ্রসাদ। তাঁর জন্মদিনে Hindustan Times Bangla-র তরফেও রইল অনেক শুভেচ্ছা।