বাংলা নিউজ > টুকিটাকি > Bakri Eid 2023 wishes: বকরি ইদের উৎসব হয়ে উঠুক আরও আনন্দময়, প্রিয়জনদের জানান ইদের শুভেচ্ছা
পরবর্তী খবর
Bakri Eid 2023 wishes: বকরি ইদের উৎসব হয়ে উঠুক আরও আনন্দময়, প্রিয়জনদের জানান ইদের শুভেচ্ছা
1 মিনিটে পড়ুন Updated: 29 Jun 2023, 06:56 AM ISTSanket Dhar
Bakri Eid 2023 wishes: বিভিন্ন দেশে বকরি ইদের বিভিন্ন নাম। এই ইদকে কোরবানি ইদও বলা হয়। প্রিয়মানুষকে শুভেচ্ছা জানিয়ে এই দিনটি আরও সুন্দর করে তুলুন।
বকরি ঈদের উৎসব হয়ে উঠুক আরও আনন্দময়
সারা বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব বকরি ইদ। এই ইদের আরেক নাম হল কোরবানি ইদ বা ইদ-উল-আজহা। বিভিন্ন দেশে অবশ্য এই ইদের বিভিন্ন নাম। সাধারণত মুসলিমরা দু'ধরনের ইদ পালন করেন, ইদ-উল ফিতর ও ইদ-উল-আজহা। মুসলিম সম্প্রদায়ের দু'টি সবচেয়ে বড় উৎসবের মধ্যে বকরি ইদ অন্যতম। নতুন চাঁদ দেখেই দু'টি ইদ শুরু হয়। আকাশে নতুন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে ইসলাম ধর্মাবলম্বীরা এই উত্সবে মেতে ওঠেন। এদিন ছোট-বড় নির্বিশেষে সবাই নতুন জামা পরেন। খোলা এলাকায় একসঙ্গে নামাজ পড়েন। তারপর সবাই সবাইকে কোলাকুলি করে ইদের শুভেচ্ছা জানান। আজকের দিনটির শুভেচ্ছা আপনিও পাঠান আপনার বন্ধু ও প্রিয় মানুষদের।
১. নতুন সকাল নতুন দিন। শুভ হোক ইদের দিন। নতুন রাত বাকা চাঁদ। রঙিন হোক ইদের রাত। ইদ মোবারক ২০২৩