দিলজিৎ দোসাঞ্জের মেট গালা লুক বর্তমানে অনুরাগীদের চর্চায়। পাঞ্জাবী ঐতিহ্যবাহী মহারাজা সাজে যেন তিনি ভূপিন্দর সিং।
1/5দিলজিৎ দোসাঞ্জের মেট গালা লুক রীতিমতো চমকে দিয়েছে অনুরাগীদের। পাগড়ি, কুর্তা, তেহমত এবং গয়নায় পাঞ্জাবি ঐতিহ্যবাহী সাজে দেখা গেল মেট গালায়। তবে দিলজিতের এই সাজ অনেকটাই অনুপ্রাণিত বলে মনে করছেন অনুরাগীদের একাংশ। ভারতীয় ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন ভূপিন্দর সিংয়ের সাজের সঙ্গে তুলনা টেনেছেন অনেকে।
2/5শুধু ভারতীয় ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন বলে নয়, ভূপিন্দর সিং নজির গড়়েছিলেন তাঁর ঐশ্বর্যের নিরিখে। রীতিমতো মহারাজাসুলভ জীবনযাপনের পাশাপাশি বেশভূষাতেও সেই পরিচয় আজীবন বহন করেছিলেন। ঐশ্বর্যের পরিমাণও ছিল নজরকাড়া। দিলজিতের মেট গালা লুক প্রকাশ্যে আসতেই তুলনা আসছে ভূপিন্দর সিংয়ের।
3/5১৮৯১ সালে জাঠ শিখ ফুলকিয়ান রাজবংশে জন্ম ভূপিন্দর সিংয়ের। পাতিয়ালার মহারাজা রাজিন্দর সিং-এর পুত্র ১৯০০ সালে নয় বছর বয়সে পাতিয়ালা রাজ্যের শাসক হন। পাতিয়ালার শাসক হিসেবে ভারতের বাইরে বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল ভূপিন্দরের। একদিকে যেমন ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন হিসেবে তিনি পরিচিত। অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তিতে তাঁর অবদানও ছিল উল্লেখ্য।
4/5১৯১১ সালে ইংল্যান্ড সফরকারী প্রথম ভারতীয় দলের অধিনায়ক নিযুক্ত হওয়ার পর ভূপিন্দর সিং ক্রিকেটে অভিষেক করেন। ১৯ বছর বয়সী এই খেলোয়াড় ইংল্যান্ডে ২৩টি ম্যাচ খেলেছে এমন দলের নেতৃত্ব দেন। তবে ম্যাচগুলির কোনওটিই টেস্ট খেলা ছিল না। এই সফর থেকেই উদ্বুদ্ধ হয়ে আশুতোষ গোয়ারিকরের লাগান সিনেমার স্ক্রিপ্ট লেখেন।
5/5১৯ শতকে পার্সি ক্রিকেট দলের সঙ্গেও তাঁর অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল বেশ কিছু ম্যাচ খেলে। অস্কার-মনোনীত ছবিটির কাল্পনিক ম্যাচের পিছনে তাঁর অনুপ্রেরণা ছিল। আমির খান অভিনীত এই ছবিতে কাচরা চরিত্রটি খোলাখুলিভাবে পালওয়াঙ্কর বালুর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। যিনি ভারতের হয়ে খেলা প্রথম দলিত সম্প্রদায়ের একজন। একাধিকবার তাঁর অধিনায়ক ছিলেন ভূপিন্দর সিং!