মাইক্রোসফটে সম্প্রতি ৬ হাজার কর্মচারীকে ছাঁটাই হয়েছিল। শুরুটা হয়েছিল সেই নিয়েই। কিন্তু কথা শু𓃲রু হতে না হতেই ব্যাপারটি গড়িয়ে গেল সরকারি চাকরির দিকে। সরকারি চাকরি মানেই ‘উপরি পাওনা’। এমন কথাই বলতে দেখা গেল বহু 💮নেটিজেনদের।
ঠিক কী ঘটেছিল?
সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা মাইক্রোসফট বিশ্বজুড়ে ৬ হাজার কর্মচারী ছাঁটাই করেছে। এই নিয়েই সমাজ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন স্নেহা নামের জনৈক মহিলা। তিনি লেখেন, তাঁর 🎀ভাইও কাজ হারিয়েছেন এই ছাঁটাইয়ের জেরে। স্নেহার বক্তব্য, প্রযুক্তির জগতে কাজের কোনও নিশ্চয়তা নেই। যেকোনও দিন কাজ চলে যেতে পারে, সে তুমি যেখানেই কাজ করো না কেন। এর থেকে সরকারি চাকরি ভালো। ঠিক এই কথার বিরোধিতা করেন রাহুﷺল নামের এক ব্যক্তি।
আরও পড়়ুন - চিনি খাওয়া ছেড়ে দিতে চান? এইসব ফলও তাহলে খাওয়া চল🅰বে না, দেখে নিন লিস্টি
প্রচুর কামানো যায়
রাহুল লেখেন, কাজের নিশ্চয়তা (জব) দিয়ে কী হবে, একজন সরকারি কর্মচারী যত টাকা আয় করেন, তার থেকে অনেক বেশি আয় করেন এইসব সংস্থার কর্মীরা। যে টাকা সরকারি কর্মী সারা🃏 জীবন ধরে আয় করছেন, সেই টাকা এরা কয়েক বছরেই আয় করেন। কিন্তু রাহুলের এই কথার বিরোধিতা করেন অনেকে। বহু নেটিজেন বলেন, সরকারি কর্মচারীদের মাইনে ছাড়াও আরও নানাভাবে উপরি আয়ের সুযোগ থাকে।
আরও পড়়ুন - একসঙ্গে কর্মরত ১৪ জন নার্স একই সময় গর্ভবতী! কীভাবে? কী ‘সাফাই’ দিল ꧟হাসপাতাল?
ছুটির সংখ্যা অগুনতি
এক নেটিজেন কিছুটা ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, ‘সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যাও নেহাত কম নয়। 🦩সপ্তাহের শেষ দিক বা শুরুর দিকে ছুটি পড়লে তো আরও মজা। তখন একটানা শনি-রবিবার সমেত ছুটি করে নেওয়া যায়।’ অন্যদিকে আরেক ব্যক্তি বলেন, ‘সরকারি কর্মীদের অনেকেই মাইনে ছাড়াও আরও নানাভাবে টাকা আয় করেন। যে পরিমাণ আয় করেন, তা🔥তে নতুন একটি ব্যবসা শুরু করা যায়!’