বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক – শিক্ষিকাদের সভামঞ্চে গিয়ে তাঁদের🍎 সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে আলোচনা আর আন্দোলন একসঙ্গে চলতে পারে না বলে আন্দোলনকারীদের একাংশকে পরামর্শও দেন তিনি। শুক্রবার রাত ৮টা নাগাদ শুভেন্দুবাবু বিকাশভবনের সামনে ধিক্কার সভায় বক্তব্য রাখেন। এদিন শুভেন্দুবাবুর কাছে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন আন্দোলনকারীরা। বিষয়টি নিয়ে উদ্যোগী হওয়ার কথা জানিয়েছেন তিনি।
এদিন শুভেন্দুবাবু বলেন, আমরা সব রকমভাবে এই আন্দোলনের পাশে আছি। আপ𒈔নাদের দাবি ন্যায্য। তিনি বলেন, আমরা সব রকমভাবে আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। আর ৯ জুন বিধানসভার অধিবেশন শুরু হবে। আমরা অধিবেশন চলতে দেব না🦂। তাতে আমাকে যদি আরেকবার সাসপেন্ড করে তো করবে।
শুভেন্দুবাবু বলেন, আপনাদের দাবি নিয়ে আমি এসএসি দফতরে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সঙ্গে ১৫ জন বিধায়ক ছিলেন। আমার সঙ্গে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমজার দেখা করেননি। সচিব দেখা করেছিলেন। আমরা বলেছিল🔜াম আপনারা সিবিআইয়ের উদ্ধার কথা হার্ড ডিস্কে থাকা OMR থেকে যোগ্য অযোগ্য আদালা করে ৭ জানুয়ারির মধ্যে আদালতকে জানান। নইলে এদের চাকরি চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় SSCকে নিষ্ক্রিয় করে রেখেছেন। সমস্ত সিদ্ধান্ত হচ্ছে নবান্ন থ🌼েকে।
বক্তব্যের শেষে শুভেন্দুবাবু বলেন, আন্দোলন আর আলোচনা🤡 একসঙ্গে চলতে পারে না। যে কোনও একটা পথ আপনাদের বেছে নিতে হবে। এদিন🍰 শুভেন্দুবাবুর কাছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানান চাকরিহারা শিক্ষকরা। শুভেন্দুবাবু বিষয়টি নিয়ে বিস্তারে আলোচনা করতে তাঁদের দেখা করতে অনুরোধ করেছেন।