বাংলা নিউজ > টুকিটাকি > সরকারি চাকরি মানেই ‘উপরি আয়ের পথ’! মাইক্রোসফটের ছাঁটাই নিয়ে তুমুল বিতর্ক ভাইরাল
পরবর্তী খবর
মাইক্রোসফটে সম্প্রতি ৬ হাজার কর্মচারীকে ছাঁটাই হয়েছিল। শুরুটা হয়েছিল সেই নিয়েই। কিন্তু কথা শুরু হতে না হতেই ব্যাপারটি গড়িয়ে গেল সরকারি চাকরির দিকে। সরকারি চাকরি মানেই ‘উপরি প🔜াওনা’। এমন কথাই বলতে দেখা গেল বহু নেটিজেনদের।
ঠিক কী ঘটেছিল?
সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা মাইক্রোসফট বিশ্বজুড়ে ৬ হাজার কর্মচারী ছাঁটাই করেছে। এই নিয়েই সমাজ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন স্নেহা নামের জনৈক মহিলা। তিনি লেখেন, তাঁর ভ🌸াইও কাজ হারিয়েছেন এই ছাঁটাইয়ের জেরে। স্নেহার বক্তব্য, প্রযুক্তির জগতে কাজের কোনও নিশ্চয়তা নেই। যেকোনও দিন কাজ চলে যেতে পারে, সে তুমি যেখানেই কাজ করো না কেন। এর থেকে সরকারি চাকরি ভালো। ঠিক এই কথার বিরোধিতা করেন রাহুল নামের এক ব্যক্তি।আরও পড়়ুন - চিনি খাওয়া ছেড়ে দিতে চান? এইসব ফলও তাহলে খꦇাওয়া চলবে না, দেখে নিন লিস্টি
প্রচুর কামানো যায়
রাহুল লেখেন, কাজের নি﷽শ্চয়তা (জব) দিয়ে কী হবে, একজন সরকারি কর্মচারী যত টাকা আয় করেন, তার থেকে অনেক বেশি আয় করেন এইসব সংস্থার কর্মীরা। যে টাকা সরকারি কর্মী সারা জীবন ধরে আয় করছেন, সেই টাকা এরা কয়েক বছরেই আয় করেন। কিন্তু রাহুলের এই কথার বিরোধিতা করেন অনেকে। বহু নেটিজেন বলেন, সরকারি কর্মচারীদের মাইনে ছাড়াও আরও নানাভাবে উপরি আয়ের সুযোগ থাকে।আরও পড়়ুন - একসঙ্গে কর্মরত ১৪ জন নার্স একই⛄ সময় গর্ভবতী! কীভাবে? কী ‘সাফাই’ দিল হাসপাতাল?