গত কয়েক দিন ধরেই বাংলাদেশের রাজনীতি তোলপাড় হয়েছে মহম্মদ ইউনুসের ইস্তফার জল্পনা ঘিরে। বেশ কিছু মিডিয়া রিপোর্ট দাবি করেছিল যে, মহম্মদ ইউনুস নিজের ইস্তফার বিষয়টি বিবেচনা করছেন। শনির বিকেলে অবশ্য ঢাকা দাবি করেছে, মহম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সঙ্গেই রয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের বুকে ঘটেছে আরও এক ঘটনা। ঘটনার কেন্দ্রে এবার বাংলাদেশের ইউনুস সরকারের সদস্য ক্রীড়া উপদেষ্টা আসিফের প্রাক্তন এপিএস।
সদ্য বাংলাদেশের ইউনুস সরকার, তারই সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের প্রাক্তন সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনা বেশ চাঞ্চল্য তৈরি করেছে। এদিকে, এই নির্দেশ সম্পর্কে দুদকের জনসংযোগ দপ্তর জানিয়েছে, শনিবার (২৪ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে এ বিষয়ে আদেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের মিডিয়া রিপোর্ট বলছে,' দুদকের আবেদন সূত্রে জানা যায়, সাবেক এপিএস মো. মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে।'
( বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী বলছে ২০২৫ সালে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এই ৫ রাশির! কারা লাকি?)
( ভয়াবহ বিস্ফোরণ বালোচিস্তানে! বাজারের কাছে গাড়ি-বোমা ফেটে মৃত ৪, আহত বহু)
এদিকে, তাঁর প্রাক্তন এপিএসকে ঘিরে এতবড় দুর্নীতির অভিযোগ উঠতেই আসিফ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। পোস্টের সুর নিয়েও বেশ কিছুটা জল্পনা রয়েছে। আসিফ তাঁর পোস্টে লেখেন,'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে।' এরই সঙ্গে তিনি লেখেন,' অভিযোগ ও গুঞ্জন উঠলে আমি নিজেই দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি অনুসন্ধানের অনুরোধ জানিয়েছিলাম। আমার সাবেক এপিএস সংক্রান্ত অনুসন্ধানে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতেও নির্দেশ দিয়েছি।' আরও তাৎপর্যপূর্ণভাবে পোস্টে লেখা হয়,' শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে।' এরই সঙ্গে আসিফ লেখেন,' কিন্তু আমার কাছে সত্য ও নৈতিক সাহসই মুখ্য। সেই কারণে নিজেই অনুসন্ধানের অনুরোধ করেছি।' তিনি পোস্টে বলছেন,'আশা করি, দুদক নিরপেক্ষতা ও পেশাদারির সঙ্গে তদন্ত পরিচালনা করবে এবং সত্য উদঘাটিত হবে। আমরা সততা, দায়বদ্ধতা এবং সুশাসনের এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই, যা অনুকরণীয় হবে।'