পাকিস্তানের প্রশাসনের বিরুদ্ধে বহুদিন ধরেই প্রতিবাদে মুখর বালোচিস্তান। সদ্য সেখানে বালোচিস্তানের স্বাধীনতার পক্ষে সুর চড়া হয়েছে। এদিকে, পহেলগাঁও পরবর্তী সময়ে পাকিস্তানের বিরুদ্ধে জোরালো ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে ভারত। সেই আবহে, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে এসে পৌঁছল বালোচগোষ্ঠীর নেতার চিঠি। সেই চিঠিতে রয়েছে একটি আর্জি।
বালোচ আমেরিকান কংগ্রেসের নেতা তারাচাঁদ বালোচ। তিনি বালোচিস্তানের প্রাক্তন মন্ত্রী। তিনি চিঠিতে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জানালেন আর্জি। আর্জি হল,পাকিস্তানের নিপীড়ক শাসনের বিরুদ্ধে বালোচ জাতীয় প্রতিরোধকে নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন প্রদানের জন্য ভারতকে আহ্বান জানান। দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর দফতরে দুটি আনুষ্ঠানিক চিঠি এসেছে ওই বালোচ নেতার তরফে। বালুচদের প্রতি ভারতের অতীত সংহতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বিশেষ করে লাল কেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে বালোচিস্তান সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্যের উল্লেখ করেছেন তারাচাঁদ।
( শনি তাঁর এক চালেই অনেকের ভাগ্য ঘুরিয়ে দিতে চলেছেন! লাভের পাহাড় ৩ রাশিতে)
(বহু দশক পর বুধের রাশিতে ঘটতে চলেছে বিরল ঘটনা! লাভের অঙ্কে এগিয়ে ৩ রাশি)
( ভয়াবহ বিস্ফোরণ বালোচিস্তানে! বাজারের কাছে গাড়ি-বোমা ফেটে মৃত ৪, আহত বহু)
তাঁর চিঠিতে তারাচাঁদ বালোচ মোদীর প্রতি বার্তায় লিখেছেন,' আপনি লাল কেল্লার ভাষণে বালোচিস্তানের কথা উল্লেখ করে বিশ্বজুড়ে বালোচ জনগণ পাকিস্তানের দখলে থাকা, পরাধীন এবং সন্ত্রাসী জাতি হিসেবে নৈতিক সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।' চিঠিটিতে ১৯৪৮ সালে বেলুচিস্তানের বিতর্কিত পাকিস্তানে অন্তর্ভুক্তির একটি ঐতিহাসিক সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে, যাকে তারাচাঁদ ‘একটি নিষ্ঠুর দখলদারিত্বের’ সূচনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তানের সামরিক বাহিনীকে বালোচ জনগণের বিরুদ্ধে গণহত্যার অনুরূপ কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত করেন।
চিঠিতে পাকিস্তানি সেনাকে ‘জিহাদিস্ট আর্মি’ বলে উল্লেখ করা রয়েছে। সেই চিঠিতে তারাচাঁদ বলছেন,' একটি জিহাদি সেনাবাহিনী দ্বারা শাসিত, এই দুর্বল ধারণার দেশটি আমার হাজার হাজার দেশবাসীর নিখোঁজ, নির্যাতন, মৃত্যু এবং বাস্তুচ্যুতির জন্য দায়ী।' তিনি বালোচ সংগ্রাম সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ভারতীয় গণমাধ্যমের বাইরে, অধিকৃত বেলুচিস্তানে পাকিস্তানি রাষ্ট্র কর্তৃক সংঘটিত নৃশংসতার খুব কমই স্বীকৃতি রয়েছে।’ চিঠিতেে সিন্ধু জলচুক্তি বাতিলেরও প্রশংসা করেছেন ওই বালোচনেতা। তিনি বলেন,' সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার এবং পাকিস্তানের জিহাদি জেনারেলদের কাছে স্পষ্ট করে যেভাবে বলা হয়েছে যে… রক্ত এবং জল একসাথে থাকতে পারে না, আপনার বিচক্ষণ সিদ্ধান্তের আমি প্রশংসা করি।' চিঠিতে তিনি লেখেন,'তিনি যুক্তি দিয়েছিলেন যে 'একটি মুক্ত ও সহযোগিতামূলক বালোচিস্তান ভারতের শান্তিপ্রিয় ব্যক্তিদের উপকার করবে।'