উত্তর পূর্বের জন্য বড় উদ্যোগ। বিরাট শিল্প তৈরি হবে অসমে। কেন্দ্রীয় মন্ত্রী( রেলওয়ে, ইনফরমেশন, ব্রডকাস্টিং, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি) অশ্বিনী বৈষ্ণব বুধবার এনিয়ে বিস্তারিত জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, উত্তরপূর্বে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা, কৃষি ব্যবস্থাকে উন্নত করা সব দিক থেকে ২০১৪ সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। নর্থ ইস্টের জন্য় একটা বড় ফোকাস রাখা হয়েছে। ২০১৪ সালের আগে ছিল লুক ইস্ট পলিসি। মোদীজি এসে এই পলিসির নাম রেখেছেন অ্য়াক্ট পলিসি। এত কাজ করতে হবে যে ওই এলাকা পুরো বদল আনতে হবে। যোগাযোগ ব্যবস্থা, পাওয়ার সাপ্লাই সর্বক্ষেত্রে। এবার নামরূপে নিউ ব্রাউনফিল্ড অ্যামোনিয়া ইউরিয়া কমপ্লেক্স। অসমের নামরূপে এটা হবে। ১০,৬০১ কোটি বিনিয়োগ। নামরূপে ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার আছে। তার চত্বরের ভেতরেই অ্যামোনিয়া ইউরিয়া কমপ্লেক্স নামে একটা নতুন প্রজেক্ট। এখানে যৌথ প্রজেক্ট। অসম সরকাব, বিবিএফসি ও HURL, NAFL, OIL India ltd এর যৌথ উদ্যোগে ইউরিয়া তৈরি হবে। অসমের এই প্রকল্পের মাধ্য়মে একটা উল্লেখযোগ্য বদল আসবে ইউরিয়া উৎপাদনের ক্ষেত্রে। বাংলা, অসম ও পাশাপাশি রাজ্যেগুলি এই প্লান্টের সুবিধা মিলবে। এই প্লান্টের জন্য় যে গ্যাস লাগবে তার অনেকটাই অসমে রয়েছে। এছাড়াও প্রাকৃতিক গ্যাস যা লাগবে জাতীয় ক্ষেত্র থেকে পাঠানো হবে। সব অনুমোদন হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন হয়েছে। কিছু কর্মসংস্থানও হবে। বড় প্রকল্প। নর্থ ইস্ট ও বাংলার জন্য ইউরিয়ার যোগান বাড়বে। আগামী দিনে রফতানিও বাড়বে। মায়ানমার, বাংলাদেশ, ভূটান রফতানি করা যাবে। পরিবহণ খরচও কমবে।