জর্জ সোরোসের ছেলে অ্যালেক্স বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দেখা করলেন। উল্লেখ্য, বিগত কয়েক বছরে বহুবারই মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন মার্কিন ধনকুবের জর্জ সোরোস। এই জর্জ সোরোস একজন হাঙ্গেরিয়ান-আমেরিকান ব্যবসায়ী এবং সমাজসেবী। সোরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন বলে একটি সংস্থা আছে। তারা একাধিক দেশে ক্ষমতা বদলের ভূমিকাও নেয়। একাধিক রাজনৈতিক, লিগাল এনজিও, সিভিল রাইটস গ্রুপকে তারা নানা ভাবে সহায়তা করে বলেও খবর। আদানিকে নিয়ে একদা বিতর্কিত রিপোর্ট প্রকাশ করা ওসিসিআরপি সোরোসের সংস্থার টাকাতেই চলে বলে দাবি করেছিল আদানি গোষ্ঠী। বর্তমানে এই ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারপার্সন হলেন জর্জ সোরোসের ছেলে অ্যালেক্স। (আরও পড়ুন: ভারতে ঢুকে বড় বড় গর্ত খুঁড়ছে বাংলাদেশিরা, দেখেই তাড়া গ্রামবাসীদের)
আরও পড়ুন: BSF-এর মহিলা জওয়ানের ওপর হামলার চেষ্টা, গুলি চলতেই ছুট বাংলাদেশিদের
এই নিয়ে বিগত কয়েক মাসের মধ্যে ইউনুস এবং অ্যালেক্স সোরোসের দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে যখন ২০২৪ সালের অক্টোবরে ইউনুস নিউইয়র্কে গিয়েছিলেন, তখন অ্যালেক্স সোরোসের সঙ্গে দখা হয়েছিল। সেই সফরকালেই বিল ক্লিন্টনের অনুষ্ঠানে মাহফুজ আলমকে 'বিপ্লবের মাথা' বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন ইউনুস। তবে অক্টোবরের পর থেকে মার্কিন রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটেছে। বর্তমানে সেই দেশের মসনদে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এই আবহে মার্কিন অর্থ সাহায্য বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরই মাঝে অ্যালেক্স সোরোসের ইউনুসের সঙ্গে বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। (আরও পড়ুন: অসম্পূর্ণ থেকে গেল পুণ্যস্নানের সাধ, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত শালবনির বৃদ্ধাও)
অ্যালেক্সের সঙ্গে ইউনুসের বৈঠকের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়, 'ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতৃত্ব বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এবং দেশের অর্থনীতিকে গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও পাচার হওয়া অর্থ ফেরানো, ভুয়ো খবর ছড়ানো রোখার উপায় বের করা নিয়েও কথা হয় দু'জনের। এছাড়া গুরুত্বপূর্ণ আর্থিক সংস্কার নিয়ে আলোচনা হয় তাঁদের।' (আরও পড়ুন: কীভাবে হেলিকপ্টারের সাথে ধাক্কা খেয়ে নদীতে ভেঙে পড়ল বিমান? ভাইরাল ATC অডিয়ো)