বাংলা নিউজ > ঘরে বাইরে > 'সুইসাইড বোম্বার তৈরি হত, রাত ১টা ০৪, গুড়িয়ে দিয়েছি' রইল সেনার তিন ভিডিয়ো
পরবর্তী খবর
ভারতীয় সেনার তরফে তিনটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একেবারে সময় ধরে বলা হয়েছে কোথায় কটার সময় জঙ্গি ঘাঁটিয়ে হামলা চালানো হয়েছে। একেবারে নিখুঁত অপারেশন। গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি।
অপারেশন সিঁদুর নিয়ে কী বলছে ভারতীয় সেনা?
ভারতীয় সেনার তরফে লেখা হয়েছে এক্স হ্যান্ডলে।
টার্গেট ১-
কোটলিতে আব্বাস জঙ্গি ক্যাম্প। অবস্থান, নিয়ন্ত্রণ রেখা থেকে ১৩ কিমি দূরত্বে। এখানে লস্কর ই তইবার সুইসাইড বোম্বারদের প্রশিক্ষণ দেওয়া হত। প্রায় ৫০ জঙ্গির মূল ট্রেনিং সেন্টার এটা। ৭ মে ২০২৫ রাত ১টা বেজে ০৪ মিনিটে গুড়িয়ে দেওয়া হয়েছে।