গত কয়েকদিন ধরে একাধিক বাঘের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। সেই আবহে বাঘের চোরা শিকারের অভিযোꦫগে অসম রাইফেলসের এক প্রাক্তন জওয়ানকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। ধৃতের নাম লালনেইসুং। মহারাষ্ট্র পুলিশের সিট♏ বৃহস্পতিবার গভীর রাতে শিলং থেকে তাকে গ্রেফতার করেছে। ২০১৫ সালে চাকরি থেকে অবসর নেন ওই জওয়ান। গ্রেফতারের পর লালনেইসুংকে শুক্রবার চন্দ্রপুরে আনা হয়।
আরও পড়ুন: ১০ বছর ধরে রয়েছে বহু গণ্ডার হত্যার অভিযোগ, অসম থেকে গౠ্রেফতার কুখ্যাত চোরাশꦇিকারি
তার বিরুদ্ধে বাঘের চোরাশিকার এবং বন্যপ্রাণীদের অঙ্গ বিক্রির চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দিন পাঁচেক আগে বন্যপ্রাণীদের চোরা শিকারের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। তারপরেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানতে পারেন, চোরাশিকারের অন্যতম মূল পান্ডা অজিত রাজগন্ড ওরফে অজিত পারধির সঙ্গে তার অনলাইনে ৫০ লক্ষ টাকার লেনদেন হয়। সেই সꦦূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, চোরাশিকারের পর্দা ফাঁস করার জন্য দ🍒িন পাঁচেক আগেই সিট গঠন করে মহারাষ্ট্র পুলিশ। সিটের সঙ্গে যৌথভাবে তদন্ত চালায় বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো (ডব্লিসিসিবি)।
বাজেটের লাইভ আপডেট: বিহার জিততে মরিয়া বিজেপি, ꧒বাজেটে একের পর এক উপহার নির্মলার
গ্রেফতারের পর ধৃতকে আদালতে তোলা হলে তাকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বন বিভাগের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তদন্তকারীদের সন্দেহ, চোরাচালানের নেটওয়ার্ক একা🍌ধিক রাজ্যে বিস্তৃত। এছাড়াও, এই চক্র উত্তর-পূর্ব এবং আন্ত🐠র্জাতিক বাজারে বন্যপ্রাণী পাচারকারীদের সঙ্গে যুক্ত। এরসঙ্গে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অনুমান করা হচ্ছে, অজিতের ভাইও এর সঙ্গে জড়িত। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বন বিভাগ।