S Jaishankar on George Soros: 'বুড়ো, ধনী, বিপজ্জনক', মার্কিন ধনকুবের সোরোসকে নিয়ে চাঁচাছোলা মন্তব্য জয়শংকরের
1 মিনিটে পড়ুন Updated: 18 Feb 2023, 12:39 PM ISTসোরোসকে 'বুড়ো, ধনী, মতামতযুক্ত এবং বিপজ্জনক' বলে অভিহিত করলেন জয়শংকর। অস্ট্রেলিয়ায় এক অনুষ্ঠানে সোরোস প্রসঙ্গে জয়শংকর বলেন, 'কয়েক বছর আগে তিনি অভিযোগ করেছিলেন যে লাখ লাখ মুসলিমের থেকে নাকি নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আদতে সেরকম কিছুই হয়নি। খুব ভিত্তিহীন কথা বলেছিলেন তিনি। সোরোস একজন ধনী, বুড়ো ব্যক্তি যে কিনা নিউইয়র্কে থাকেন এবং ভাবেন যে তাঁর চিন্তাধারাতেই বিশ্ব চলবে।'
বিদেশমন্ত্রী এস জয়শংকর