পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে🧜 গ্রেফতার করা হয়েছে হরিয়ানা হিসারের ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। তার বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপ এবং আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে। জ্যোতি 'ট্র্যাভেল উইথ জো' নামে একটি ইউটিউব 𒀰চ্যানেল চালাত। আর এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে হরিয়ানার ছোট্টো শহর হিসারে। প্রতিবেশীরা ভাবতেই পারছেন না যে পাশের বাড়ির মেয়েটি শত্রুদেশের হয়ে চরবৃত্তিতে লিপ্ত হয়েছিল। তেমনই তাদের মনে করিয়ে দিয়েছে, অতীতের কিছু ভয়ঙ্কর স্মৃতিও।
হিসারে সেনা ক্যান্টনমেন্ট এবং একটি বিএসএফ ক্যাম্পাস রয়েছে। আর এই শহর থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে সিরসায় একটি বায়ুসেনা ঘাঁটি রয়েছে। সেই জন্য গত ২৫ বছরেরও বেশি সময় ধরে হিসার পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অন্যদিকে, জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর অতীতের ঘটনার পুনরাবৃত্তির আতঙ্কে ভ♕ুগছেন বাসিন্দারা। এর আগে ২০০১ সালে,প✅াকিস্তানি নাগরিক আসগর আলি জাল ভারতীয় নথি ব্যবহার করে হিসারের সেনা ক্যান্টনমেন্ট এলাকায় অনুপ্রবেশ করেছিল। কিন্তু দেশ ছেড়ে পালানোর চেষ্টা করার সময় তাকে রাজস্থানের বিকানের থেকে গ্রেফতার করা হয়।
হায়দরাবাদে চারমিনারের কাছে বহুতলে বিধ্বংসী আগুন, ꩵঝলসে মৃত্যু ১৭ জনের