এবার নাকি ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় বিজিবির হাতে ধরা পড়েছে দুই ভারতীয়। আজ বর্ডার গার্ড বাংলাদেশের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। প্রথম আলোর রিপোর্টে দাবি করা হয়েছে, সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ধরা পড়ে এই দুই ভারতীয় নাগরিক। ধৃতদের নাম লোকাস (বয়স ৫৫ বছর) এবং ব্লোমিং স্টার (বয়স ৩২ বছর)। বিজিবি দাবি করেছে, ধৃত লোকাস হলেন শিলংয়ের বার্মনটিলা গ্রামের বাসিন্দা। আর ব্লোমিং স্টার হলেন ওয়ামলিংক গ্রামের বাসিন্দা। (আরও পড়ুন: নিউইয়র্কে বন্দুকবাজের হামলায় গুলিবিদ্ধ ১১, ২০২৫-এর শুরুতেই রক্তারক্তি USA-তে)
আরও পড়ুন: 'শান্তিপূর্ণ শুনানি', চিন্ময় প্রভুর জামিনে 'না', আদালত বলল - ‘যাবজ্জীবনের সাজা…’
উল্লেখ্য, গত জুলাই মাস থেকেই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল। তবে গত ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পরে পরিস্থিতি শান্ত হবে বলে আশা করেছিলেন অনেকেই। তবে এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি সেই দেশে। বরং দিনকে দিন যেন অরাজকতা বেড়েই চলেছে। আর তার আঁচ এসে পড়ছে এপারেও। এরই মাঝে আবার বিগত দিনে বাংলাদেশ সীমান্তে বহু বাংলাদেশি পাচারকারী বিএসএফ-এর গুলিতে প্রাণ হারিয়েছে। সেই দেশ থেকে বিভিন্ন সময়ে ভারতে মাদক পাচারের চেষ্টা হোক কি ভারত থেকে গরু, সোনা পাচারের চেষ্টা, দৃঢ় ভাবে সেই সব রুখে দিয়েছে বিএসএফ। এই আবহে এবার বাংলাদেশে ধরা পড়ল দুই ভারতীয় নাগরিক। তবে এই দুই ভারতীয় বাংলাদেশে কেন 'অনুপ্রবেশ' করেন? তা স্পষ্ট নয়। বিজিবি তাঁদের সংশ্লিষ্ট থানায় পুলিশের হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। (আরও পড়ুন: বাংলাদেশিদের জন্যে 'ফাঁদ পাততে' নয়া চাল শাহের, ফেরানো হল 'বাংলাদেশ সেল')
আরও পড়ুন: 'হরে কৃষ্ণ' নাম করতে করতে বাংলাদেশের মন্দিরে প্রতিমা ভাঙচুর, আঘাত মহিলা পূজারিকে
এদিকে বিগত বেশ কয়েকদিন ধরেই ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ধরা পড়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। এরই মাঝে আবার গত কয়েকদিনে শীত বেড়েছে। তারই সঙ্গে ভোরে কুয়াশাও বেড়েছে। যার ফলে অনুপ্রবেশকারীদের সুবিধা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই সবের মাঝেই আশঙ্কা করা হচ্ছে, বেআইনি ভাবে আরও বেশি সংখ্যক বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন ভারতে। অপরদিকে মায়ানমারে আরাকান আর্মি রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে। বাংলাদেশে তাই রোহিঙ্গাদের অনুপ্রবেশ বেড়েছে। এর চাপও পড়তে পারে ভারতে। (আরও পড়ুন: নিরাপত্তা কোথায়? চট্টগ্রামে হিন্দু যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গেল মৌলবাদীরা)
আরও পড়ুন: হাসিনাকে না পেলে ভারতের সাথে সম্পর্কে ছিন্ন? 'অন্য স্বার্থ' মনে পড়তেই ঢাকা বলল…
এর আগে সম্প্রতি বাংলাদেশের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় চার হিন্দুকে গ্রেফতার করা হয়েছিলেন। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, দেবনগড় ইউনিয়নের সুকানী সীমান্তের ৭৪০ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব–পিলার এলাকা থেকে একই পরিবারের ৩ সদস্য সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতরা সকলেই বাংলাদেশি নাগরিক বলে জানা গিয়েছে। তাঁদের নাম - মণিরাম বর্মণ (৫২), তাঁর স্ত্রী হীরা রানি বর্মণ (৩৫), মণিরামে প্রথম স্ত্রীর ছেলে (প্রথম স্ত্রীর) রিপন বর্মণ (২১) এবং প্রতিবেশী নিমাই চন্দ্র বর্মণ। ধৃতরা ঠাকুরগাঁও সদর উপজেলার ধোন্দগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ঠাকুরগাওঁয়ের এক দালালচক্রের সাহায্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এই চার বাংলাদেশি। সেই সময় বিএসএফ সদস্যরা তাঁদের দেখে ফেলে এবং বিজিবিকে অবগত করে। তখন বিজিবি তাঁদের গ্রেফতার করে। (আরও পড়ুন: এটাই কি বৈষম্য বিরোধিতার নমুনা? BCS থেকে হিন্দুদের নাম বাদে প্রশ্ন বাংলাদেশে)
আরও পড়ুন: আমেরিকায় ১৫ জনকে খুন করা 'জঙ্গি' প্রাক্তন সেনাকর্মী, তার গাড়িতে ISIS পতাকা: FBI
অপর এক ঘটনায় বাংলাদেশের পঞ্চগড়ের এক নাবালিকা এপারে চলে এসেছিলেন এবং তাঁকে গ্রেফতার করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, আতঙ্কে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে এসেছিলেন ১৭ বছর বয়সি এক নাবালিকা। তবে এপারে এসে বিএসএফের হাতে ধরা পড়েছেন সেই তরুণী। পরে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে সেই তরুণীকে তুলে দেয় বিএসএফ। ঘটনাটি ঘটেছিল উত্তর দিনাজপুরে। ধরা পড়ার পরে সেই তরুণী দাবি করেছেন, তাঁকে এবং তাঁর পরিবারকে বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই মৌলবাদীরা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছিল। তবে সম্প্রতি তাঁকে অপহরণ করার হুমকি দেওয়া হয়। এরপরই বাংলাদেশ ছেড়ে ভারতে আসার পরিকল্পনা করে সেই নাবালিকা। তবে আইনি পথে ভিসা নিয়ে ভারতে আসতে কতদিন লাগতে পারে, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তাই পায়ে হেঁটে সীমান্ত পার করেন তিনি। আর তখনই বিএসএফের হাতে ধরা পড়েন সেই তরুণী। এছাড়া সম্প্রতি দুই বৃদ্ধাও বাংলাদেশ থেকে এপারে এসে পুলিশের জালে ধরা পড়েছিলেন।