অত্যন্ত মর্মান্তিক ঘটনা। বেঙ্গালুরুর বাড়ি থেকে এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। তিনি মার্কেটিংয়ের কাজ করতেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে তাঁর কিছু দাম্পত্য কলহ ছিল। তবে কি তার পরিণতিতেই এই ঘটনা? তবে এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে কোনও সুইসাইড নোট মেলেনি রিপোর্ট লেখা পর্যন্ত। মৃতের নাম প্রশান্ত নায়ার। বয়স ৪০। তাঁর আট বছর বয়সি এক কন্যা রয়েছে। একটি টেক কোম্পানিতে তিনি সিনিয়র পদে ছিলেন। তাঁর স্ত্রী একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। তাঁদের ১২ বছরের দাম্পত্য জীবন। আচমকাই মৃত্যু হল ওই যুবকের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ বেঙ্গালুরু জানিয়েছেন, প্রায় এক বছর আগে তাদের মধ্য়ে সেপারেশন হয়ে গিয়েছিল। তার স্ত্রী অত্যাচার করত এমন নজিরও নেই। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ওই যুবকের বাবা পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানিয়েছেন যে তাঁর পুত্র ও পুত্রবধূ আলাদা থাকত। তবে শুক্রবার তাদের মধ্যে ফোনে কিছু কথাকাটাকাটি হয়েছিল। এরপর তার বাবা ফোনে মিটমাট করার চেষ্টা করেছিলেন। এরপর তাকে ফোনে পাওয়া যায়নি। এরপর তিনি দ্রুত তাদের বাড়িতে চলে যান। এরপর তার ঝুলন্ত দেহ দেখতে পান। তিনি বলেন, এই অশান্তি সহ্য করতে না পেরে হয়তো ছেলে চরম সিদ্ধান্ত নিয়েছে।তবে তিনি এজন্য কাউকে সন্দেহ করছেন না। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। তবে এবারই প্রথম নয়। এর আগে গত জানুয়ারি মাসে ৩৪ বছর বয়সি অতুল সুভাষ নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছিল বেঙ্গালুরুর বাড়ি থেকে। তিনি ২৪ পাতার একটি নোট লিখে রেখে গিয়েছিলেন। সেই সঙ্গেই একটি ভিডিয়ো রেকর্ডিংও ছিল।