পরবর্তী খবর
বাংলা নিউজ > হাতে গরম > বিশ্বের প্রথম খুদে সমুদ্র বানাল চিন! এল মার্কিন স্বীকৃতিও, কী কী সুবিধা দেবে এটি?
বিশ্বের সর্বপ্রথম ওশিয়ান সিমুলেটর তৈরি করল চিন। শক্তিশালী এই সিমুলেটর আদতে সমুদ্রের জলের মতোই কাজ করবে। সিমুলেটর মূলত একটি বাস্তব জিনিসের নকল। চিনা গবেষকদের তৈরি এই সিমুলেশন সিস্টেম পুরো সমুদ্র ও তার আবহাওয়াকে নির্মাণ করে দেবে গবেষণাগারে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্বীকৃতি এসেছে এই গবেষণার পক্ষে।
আরও পড়ুন - ফের প্রবল সৌরঝড়ের আশঙ্কা, পৃথিবীর কোথায় কারা কারা বিপদে? জানিয়ে দিল নাসা
কী উপকার হবে এতে?
গবেষকদের কথায়, এই সিস্টেম সমুদ্রের আবহাওয়া বুঝতে সাহায্য করবে। কখন নিম্নচাপ তৈরি হতে পারে, কখন বড় ঝড় ধেয়ে আসতে ভূভাগের দিকে, তা বোঝা যাবে। স্যাটেলাইট দিয়ে সাধারণত এখন আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। এই সিস্টেম আরও ভালো পূর্বাভাস দেবে। পাশাপাশি আগে থেকে পাওয়া যাবে সেই পূর্বাভাস।