Covid In India:কোভিডের জেএন.১ ভ্যারিয়েন্ট ঘিরে উদ্বেগ, করোনার বাড়বাড়ন্তের মাঝে রাজ্যগুলিকে কোন নির্দেশ কেন্দ্রের? Updated: 18 Dec 2023, 07:33 PM IST Sritama Mitra ইতিমধ্যেই ভারতে খোঁজ মিলেছে কোভিডের ভ্যারিয়েন্ট জে এন.১ এর। এদিকে, ভারতে কোভিড কেসের সংখ্যাও উদ্বেগে রাখছে। এরই মাঝে রাজ্যগুলিকে কিছু নির্দেশ দিয়েছে কেন্দ্র।