Ilish Mach Latest Update: বাজারে জলের দরে মিলবে ‘রুপোলি শস্য’? একই দিনে বিক্রি প্রায় ৩০ টন ইলিশ Updated: 20 Jul 2023, 09:28 AM IST Abhijit Chowdhury মঙ্গলে খাদ্যরসিকদের মুখে হাসি ফুটিয়ে প্রায় ৩০ টন ইলিশ বিক্রি হয়েছে দিঘার মোহনা মৎস্য কেন্দ্রে। সেদিনই আরও প্রায় ১০ টন মাছ নিয়ে মৎস্যজীবীরা তীরে ফিরেছে। এই মাছ বিভিন্ন জেলায় চালান দেওয়া হচ্ছে। এর ফলে আশা করা হচ্ছে, সস্তায় ইলিশ মিলবে বিভিন্ন বাজারে।