ভরা বর্ষার মরশুম এখনও আসেনি। মাঝেমধ্য়ে শুধু একটু বৃষ্টি হচ্ছে। পরপর ক'দিন এমনটা চলতেই জলের তোড়ে ভেসে গেল কাঁচা রাস্তা। ফলে, কেউ একবুক জল ভেঙে পেরোলেন নদ, আবার কেউ বা গন্তব্যে পৌঁছলেন প্রায় ৮ কিলোমিটারের ঘুরপথ ধরে। বাঁকুড়া জেলার এই ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, গত তিন-চারদিন ধরে বিকেলের দিকে বৃষ্টি নামছে। তাতেই দ্বারকেশ্বর নদের জল কিছুটা বেড়েছে। এদিকে, এই দারকেশ্বর নদেরই প্রকাশ ঘাট থেকে ছিল একটি অস্থায়ী রাস্তা। নদের উপরেই মূলত মাটি ও বালির বস্তা দিয়ে সেই পথ তৈরি করা হয়েছিল। বৃষ্টিতে নদের জল বাড়তেই সেই মাটি, বালির বস্তা হাওয়া! ফলে যাঁরা বুধবার সকালেও সেই পথ ধরে কাজে গিয়েছিলেন, দিন শেষে বাড়ি ফেরার পথে আর কোনও রাস্তা দেখতেই পেলেন না তাঁরা।
স্থানীয় ইন্দাস ও পাত্রসায়র ব্লকের বাসিন্দাদের অভিযোগ, এমন ঘটনা নতুন কিছু নয়। বৃষ্টি বাড়লেই এমনটা হয়। পরে শুখা মরশুমে ফের একইভাবে অস্থায়ী পথ তৈরি করা হয়। কিন্তু, পাকা রাস্তা বা সেতুর কোনও বন্দোবস্ত করা হয় না। অথচ, এই দ্বারকেশ্বর নদ পেরিয়েই বাসিন্দাদের বিষ্ণুপুর পৌঁছতে হয়।
স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন, স্কুল-কলেজের পড়ুয়া থেরে শুরু রোজের কাজে বের হওয়া সকল শ্রেণির মানুষজন, সকলেই এই পথ দিয়ে যাতায়াত করেন। কিন্তু, বৃষ্টি বাড়লেই যে তাঁদের নাস্তানাবুদ হতে হয়, সেদিকে প্রশাসনের কোনও হুঁশ নেই!