Indian MLAs salary details: বিধায়কদের বেতন দেশের কোন রাজ্যে সবচেয়ে বেশি? কোথায় কম! কিছু তথ্য একনজরে Updated: 05 Jul 2022, 06:48 PM IST Sritama Mitra দিল্লি বিধানসভায় গত ৪ জুলাই একটি বিল আনা হয়েছে, যেখানে বিধায়কদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। বেতন ও ভাতা ৬৬ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। দেশের অন্যান্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বিধায়কদের থেকে রাজধানী দিল্লির বিধায়কদের বেতন অনেকটাই কম।