ENG vs AUS: পঞ্চম অ্যাশেজ টেস্টের তৃতীয় দিনে ভুল জার্সি পরে মাঠে নামলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়া নিয়ে বাড়ানোর জন্যই সেই উদ্যোগ নেওয়া। বেন স্টোকস পরে নেন জনি বেয়ারস্টোর জার্সি।
ভুল জার্সি পরে মাঠে ইংল্যান্ডের খেলোয়াড়রা। (ছবি সৌজন্যে রয়টার্স)
জনি বেয়ারস্টোর জার্সি পরে আছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। স্টুয়ার্ড ব্রডের জার্সি পরে আছেন জেমস অ্যান্ডারসন। আবার অ্যান্ডারসনের জার্সি পরে আছেন ব্রড। ক্রিস ওকসের জার্সি পরে মাঠে নেমেছেন মইন আলি। তাঁর জার্সি পরেছেন ওকস। মার্ক উডের জার্সি পরে নেমেছেন জো রুট। শুধু রুট, স্টোকস, ব্রড, অ্যান্ডারসন, উড রুটরা নন, ইংল্যান্ডের প্রত্যেক খেলোয়াড়ই ভুল জার্সি পরে মাঠে নামলেন। কিন্তু কেন? সবাই কীভাবে সেই ভুল করলেন? আসলে কেউ ভুল করেননি। বরং অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়া নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই সেই কাজটা করেছেন ইংরেজের তারকা ক্রিকেটাররা। যে রোগে আক্রান্তরা সবকিছু ভুলে যান। কাছের ও পরিচিত মানুষদেরও মনে করতে পারেন না তাঁরা। সেই মানুষগুলির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ডিমেনশিয়ার জন্য টাকা তোলা হবে।
শনিবার ওভালে পঞ্চম অ্যাশেজ টেস্টের তৃতীয় দিনের শুরুতে সেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ইংল্যান্ডের সব খেলোয়াড়ই মাঠে নেমে আসেন। তারপর একটি সারিতে দাঁড়িয়ে পড়েন। কেউ নিজের জার্সি পরেননি। প্রত্যেকেই সতীর্থদের সঙ্গে নিজেদের জার্সি বদল করে নেন। স্টোকস পরেন বেয়ারস্টোর জার্সি। ইংরেজ উইকেটকিপারের জার্সি পরেন অধিনায়ক স্টোকস। জার্সি রদবদল করেন রুট এবং উড। জার্সি পালটা-পালটি করে ফেলেন ইংল্যান্ডের দুই তারকা পেসার অ্যান্ডারসন এবং রুট। তারপর মাঠে গান পরিবেশনও করা হয়।
বিষয়টি নিয়ে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক স্টোকস বলেছেন, ‘অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলেছে ডিমেনশিয়া (বা অ্যালঝাইমার্স)। তাঁদের উপর এবং তাঁদের প্রিয়জনের উপর ডিমেনশিয়ার ভয়াবহ প্রভাব পড়েছে। আমি অত্যন্ত খুশি যে ডিমেনশিয়ার ভয়াবহ প্রভাব নিয়ে আমরা সচেতনতা বাড়াতে পারছি। ডিমেশনিয়ার ভয়াবহতায় ইতি টানতে টাকা তুলতে পারছি বলে আমি অত্যন্ত স্বস্তিবোধ করছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।