সোমবারেই ইতিহাস গড়েছে ভারতের পুরুষ এবং মহিলা উভয় বিভাগের টিটির দল। প্রথমবার তারা অলিম্পিক গেমসের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। সাম্প্রতিক যে ক্রমতালিকা প্রকাশ পেয়েছে সেই ক্রমতালিকায় উপরের দিকে উঠে আসার কারণেই এই যোগ্যতা অর্জন করেছে তারা।
প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করল ভারতের পুরষ ও মহিলা টিটি দল (ছবি-এক্স @sharathkamal1)
শুভব্রত মুখার্জি: টেবিল টেনিস অর্থাৎ টিটিতে শেষ কয়েক বছর ধরেই ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন ভারতীয় প্যাডলাররা। বিশ্বের বিভিন্ন টু্র্নামেন্টে তাদের পারফরম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী। তা সে পুরুষ বিভাগেই হোক কিংবা মহিলা বিভাগে। আর এই কথাটিই যেন বাস্তবের মাটিতে ফের একবার প্রতিষ্ঠিত হল। আর কয়েক মাস পর থেকেই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক গেমস। এই গেমসেই পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই যোগ্যতা অর্জন করলেন ভারতীয় প্যাডলাররা। ভারতীয় টিটির ইতিহাসে প্রথমবার কোয়ালিফাই করে ইতিহাস রচনা করলেন তারা।
সোমবারেই ইতিহাস গড়েছে ভারতের পুরুষ এবং মহিলা উভয় বিভাগের টিটির দল। প্রথমবার তারা অলিম্পিক গেমসের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। সাম্প্রতিক যে ক্রমতালিকা প্রকাশ পেয়েছে সেই ক্রমতালিকায় উপরের দিকে উঠে আসার কারণেই এই যোগ্যতা অর্জন করেছে তারা। সম্প্রতি শেষ হয়েছে ওয়ার্ল্ড টিম চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হয়েছিল এই টু্র্নামেন্টের আসর। আর এই টু্র্নামেন্টে ভালো পারফরম্যান্স করেই প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় দল। অলিম্পিক্সের দলগত ইভেন্টের সাতটি জায়গা ফাঁকা ছিল। সেই জায়গাতেই নিজেদের জায়গা পাকা করল ভারতের পুরুষ এবং মহিলা দল।
আইটিএফের তরফে জানানো হয়েছে, ‘ক্রমতালিকায় উপরের দিকে থাকা দলগুলো যারা এখন পর্যন্ত ২০২৪ প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন করতে পারেননি, তারা এবার তাদের ক্রমতালিকার অবস্থানের ভিত্তিতে প্যারিসের যোগ্যতা অর্জন করল তারা।’ মহিলাদের ক্রমতালিকায় ভারত এই মুহূর্তে রয়েছে ১৩ নম্বরে। ১২ নম্বরে রয়েছে পোল্যান্ড, ১৫ নম্বরে রয়েছে সুইডেন এবং থাইল্যান্ড। তারা সবাই প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন করেছেন। পুরুষ বিভাগে ক্রমতালিকায় ভারত রয়েছে ১৫ নম্বরে। এছাড়াও ১২ নম্বরে থাকা ক্রোয়েশিয়াও কোয়ালিফাই করল প্যারিস অলিম্পিক্সে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।