শুভব্রত মুখার্জি: ১৬তম আইপিএলের দশম ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টস। একটি বেশ কম রানের ম্যাচের এ দিন সাক্ষী থাকল দর্শকেরা। উইকেটে বল ঘুরল। থমকে থমকে এল। ফলে এই উইকেটে টি-২০ স্টাইলে কোন সময়েই চালিয়ে খেলতে পারেনি কোনও দলের কোনও ব্যাটার। লো স্কোরিং ম্যাচে এ দিন কেএল রাহুলের নেতৃত্বাধীন এলএসজি পাঁচ উইকেটে জয় নিশ্চিত করল। ম্যাচ শেষে এলএসজি অধিনায়ক রাহুল স্পষ্ট জানিয়ে দিলেন, উইকেটে বল থমকে থমকে আসছিল। ফলে স্পিনারদের দিয়ে বোলিং শুরুটা একেবারেই চমক ছিল না।
আরও পড়ুন: পর্যাপ্ত রান করতে পারিনি- নিজে গোল্ডেন ডাক করে, ব্যাটারদের উপর খেপে লাল মার্করাম
ম্যাচ শেষে কেএল রাহুলকে প্রশ্ন করা হয়েছিল, পিচ কেমন, তা কখন তিনি বুঝতে পেরেছিলেন? উত্তরে রাহুল জানান ‘বৃহস্পতিবারই’। তিনি আরও যোগ করেন, ‘আমরা গত কয়েক সপ্তাহ ধরেই এখানে রয়েছি। আমরা জানতাম, আমরা কি পেতে চলেছি (পিচের চরিত্র কেমন হতে চলেছে)। জয়দেব (উনাদকাট) যখন বেশ কিছু কাটার বল করছিল, তখন বলগুলো উইকেটে থমকে থমকে আসছিল। ফলে এই উইকেটে স্পিনারকে দিয়ে শুরু করাটা একেবারেই চমক ছিল না। প্রথম বার যখন আমি দু'টো পিচ দেখি, তখন আমার মনে এই চিন্তাটাই এসেছিল যে, এই উইকেটে আমাদেরকে স্মার্টলি ব্যাট করতে হবে।’
আরও পড়ুন: বাবার ক্যানসার,কোচ প্রয়াত হন করোনায়, অভাবের সংসার- ১৯ বছরের সুয়াশের লড়াইটা মোটেও সহজ নয়
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।