কলকাতায় বাইপাসের ধারে এক বিলাসবহুল হোটেল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হল এক রূপান্তরিত মহিলাকে। শুক্রবার রাতে সাড়ে বারোটা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হোটেলের লবি থেকে ওই রূপান্তরিত মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের বাসিন্দা ওই রূপান্তরিত মহিলা কলকাতায় এক সপ্তাহের বেশি সময় ধরে রয়েছেন। বাইপাশের ধারে ওই হোটেলে তাঁর স্বামী ও স্বামীর বন্ধুর সঙ্গে সেখানে থাকছিলেন। গত ২ মে উলুবেড়িয়ায় তাঁরা বিয়ে করেন। তারপর থেকেই বাইপাসের ধারে ওই পাঁচতারা হোটেলে থাকছিলেন।
আরও পড়ুন। 'মানুষের বাড়ি ভেঙে কলকাতায় মেট্রো হয়, আর সিঙ্গুরে হয় আন্দোলন'
কী ঘটেছিল?
পুলিশ জানতে পেরেছে, মহিলার স্বামী আদিল শেখ গুজরাটের ব্যবসায়ী। তাঁদের সঙ্গে ছিলেন অদিলের বন্ধু 'টাইগার'। পুলিশকে রূপান্তরিত ওই মহিলা জানিয়েছেন, তিনি বাংলাদেশের বাসিন্দা। কিন্তু পুলিশ পরিচয়পত্র যাচাই করতে গিয়ে দেখা যায় সমস্ত কাগজপত্রই ভুয়ো।
রূপান্তরিত মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী ও বন্ধুর খোঁজখবর নেওয়া শুরু করে পুলিশ। তাঁরা কলকাতা বিমানবন্দরে ধরা পড়েন। পুলিশ এই ঘটনায় দুটি আলাদা মামলা রুজু করেছে।
আরও পড়ুন। সক্রিয় কত রেশন কার্ড? খাদ্য দফতরে জানতে চেয়েও উত্তর মেলেনি, ফের চিঠি দেবে ইডি
আরও পড়ুন। বাড়ির ছাদে নাবালিকার দেহ উদ্ধার, নার্সিংহোম মালিক চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ
ভুয়ো কাগজে ভারতে
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পরিচয় গোপন করে বিয়ে করেন ওই রূপান্তরিত মহিলা। কলকাতার হোটেলে মধুচন্দ্রিমা করতে এসে স্বামী তা জানতে পারেন। তারপর শুরু হয়ে মারধর। এতে শামিল হত তাঁর বন্ধুও। শনিবার রাতে হোটেলের লবিতে একপ্রস্ত চেঁচামেচিও হয়। তাঁতেই বিষয়টি জানাজানি হয়। আহত অবস্থায় লবিতে ফেলে চলে যান স্বামী ও তাঁর বন্ধু। ঘটনাস্থলে পুলিশ এসে ওই রূপান্তরিত মহিলাকে উদ্ধার করেন।
এই ঘটনায় আটক করা হয়েছে স্বামী ও তাঁর বন্ধু। রূপান্তরিত মহিলাকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার অভিযুক্তদের আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন। সম্পর্ক ছেদ করতে চাওয়ায় দিনে - দুপুরে নাবালিকা প্রেমিকাকে কুপিয়ে খুন করল প্রেমিক
আরও পড়ুন। পুরুলিয়ায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, টোটোকে পিষে দিল বেপরোয়া লরি, মৃত ৫, আহত ১১ জন