গত ১৫ অগস্ট রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নাকি দুই রূপান্তরকামী মহিলাকে নিগ্রহ করেছিল আরপিএফ। এমনই অভিযোগ উঠেছিল। এর জেরে চরম অস্বস্তিতে পড়তে হয়েছিল মেট্রো রেল কর্তপক্ষকে। এই আবহে মুখ খুলল মেট্রো। দাবি করল, সেদিন একদল যাত্রীই আইন ভঙ্গ করেছিলেন। তবে আরপিএফ ধৈর্য দেখিয়েছিল। কাউকে সেদিন ছোঁয়নি পর্যন্ত আরপিএফ। এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে ঘটনার প্রত্যক্ষদর্শী বন্যা কর বলেছিলেন, 'টিকিট থাকা সত্ত্বেও একজন রূপান্তরকামী বোনকে এক মহিলা আরপিএফ ঢুকতে দেয়নি। বলা হয়, উপর থেকে অর্ডার আছে যে সে ও তার সঙ্গীরা মেট্রোতে উঠতে পারবে না। তখন সঙ্গীরা তেড়ে গেলে আরপিএফ রাম কিষন রাম আরেক রূপান্তরকামী বোনের হাতে হাত ডলতে ডলতে বলে আসুন না আলাদা ঘরে গিয়ে একা কথা বলি। এরপর সেই কজন রূপান্তরকামী মানুষ চিৎকার চেঁচামেচি ও প্রতিবাদ শুরু করে। তখন আরেকজন ট্রান্স বোনকে বুকে ধাক্কা মেয়ে সরিয়ে দেওয়া হয়।' (আরও পড়ুন: গ্রেফতার করা হোক সন্দীপ ঘোষ ও CP বিনীত গোয়েলকে, বিস্ফোরক দাবি খোদ তৃণমূল সাংসদের)