উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘আমার বস’ ও SVF-এর ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’র দাপটে এই মুহূর্তে বাংলার বক্স অফিস জমজমাট। ২৩ মে শুক্রবার 'অঙ্ক কি কঠিন' ও 'চন্দ্রবিন্দু' র মতো আরও দুটি ছবি মুক্তি পেলেও এদিন ‘দ্য একেন’ ও ‘আমার বস’-এর ব্যবসায় এর বিন্দুমাত্র প্রভাব পড়েনি। আগের মতোই এই দুটি ছবি দেখতেই সিনেমা হলে ভিড় জমিয়েছেন দর্শকরা।
১৬ মে মুক্তি পেয়েছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। আর তারও আগে গত ৯ মে মুক্তি পেয়েছিল 'আমার বস'। চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে এই দুটি ছবির বক্স অফিসে হাল হকিকত।
দ্য একেন: বেনারসে বিভীষিকা- বক্স অফিস
WBBO: West Bengal Box Office-এর রিপোর্ট অনুসারে, ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’-র মুক্তির দিন ৩৪.৭৫ লক্ষ টাকা আয় করেছিল। এরপর ছবির গত এক সপ্তাহের আয় চলুন দেখে নি…
প্রথম শুক্রবার আয় হয়েছে ৩৪.৭৫ লক্ষ টাকা।
প্রথমবার শনিবার আয় হয় ৫৩.৫০ লক্ষ টাকা
প্রথম রবিবার এই ছবির আয় ছিল ৭৯.৭৫ লক্ষ টাকা
প্রথম সোমবার এই ছবির আয় হয় ৩১.১৯ লক্ষ টাকা।
প্রথম মঙ্গলবার এই ছবির আয় হয় ২৫. ৬৮ লক্ষ টাকা
প্রথম বুধবার এই ছবির আয় হয় ২৭. ২১ লক্ষ টাকা
দ্বিতীয় শুক্রবার এই ছবিটি আয় করেছে ২৬.৩০ লক্ষ টাকা।
অর্থাৎ সব মিলিয়ে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’র নেট আয় দাঁড়িয়েছেন ৩.০৩ কোটি টাকা।
আরও পড়ুন-জুনেই আসছে সন্তান, এর মাঝে স্বামী, শ্বশুরমশাইকে রান্না করে কী খাওয়ালেন অন্তঃসত্ত্বা অহনা?
আমার বস বক্স অফিস
অন্যদিকে গত ৯ মে মুক্তি পাওয়া 'আমার বস' ছবিটি বক্স অফিসে ইতিমধ্যেই দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে। WBBO: West Bengal Box Office-এর রিপোর্ট অনুসারে,
মুক্তির পর দ্বিতীয় শুক্রবার এই ছবিটি বক্স অফিসে ১৪ .৫৫ লক্ষ টাকা আয় করেছে।
দ্বিতীয় শনি এই ছবিটি বক্স অফিসে ২০.৩৩ লক্ষ টাকা আয় করেছে।
দ্বিতীয় রবিবার এই ছবিটি বক্স অফিসে ২৯.২৭ লক্ষ টাকা আয় করেছে।
দ্বিতীয় সোমবার এই ছবিটি বক্স অফিসে ১২.৬ লক্ষ টাকা আয় করেছে।
দ্বিতীয় মঙ্গলবার এই ছবিটি বক্স অফিসে ১১.৫৭ লক্ষ টাকা আয় করেছে।
দ্বিতীয় বুধবার এই ছবিটি বক্স অফিসে ১০.৯৩ লক্ষ টাকা আয় করেছে।
দ্বিতীয় বৃহস্পতিবার এই ছবিটি বক্স অফিসে ১০ লক্ষ টাকা আয় করেছে।
তৃতীয় শুক্রবার এই ছবির আয় ঠিক কত সেই তথ্য সামনে না এলেও আশা করা হচ্ছে ছবিটি শনিবারের মধ্যে ৩ কোটির গণ্ডি টপকে যাবে। আর চলতি সপ্তাহে শেষে ছবিটি ৩.২৫ কোটিরও বেশি টাকা আয় করবে।
এদিকে চলতি বছরে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আয়কারী ছবির তকমা দেওয়া হচ্ছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’ ছবিটিকে। জমিয়ে ব্যবসা করছে 'আমার বস' ও নতুন আসা 'অঙ্ক কি কঠিন' আর ‘চন্দ্রবিন্দু’ ছবি দুটি কেমন ব্যবসা করে এখন সেটাই দেখার।