দীর্ঘদিন ধরেই বেতন বাড়েনি টেকনিশিয়ানদের। সেই কারণেই জি বাংলার আসন্ন ধারাবাহিক দাদামণি এর সেট তৈরির কাজে বাধা এসেছে বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয় বাধার মুখে পড়তে পারে কুসুম ধারাবাহিকের কাজও। তেমনটাই শোনা যাচ্ছে। যদিও টেকনিশিয়ানরা শ্যুটিং বন্ধ করেননি বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: বিভীষিকা নয়, এ যেন ম্যাজিক! ৭ দিনেই ৩ কোটির দোরগোড়ায় একেন বাবু, কী অবস্থা আমার বসের?
কী ঘটেছে?
টেকনিশিয়ানদের দীর্ঘদিন পারিশ্রমিক না বাড়ার কারণে নতুন সমস্ত ধারাবাহিক যেগুলো শীঘ্রই আসতে চলেছে সেগুলো শুরুর আগে যাতে তাঁদের পারিশ্রমিক বাড়ানো হয় সেই মর্মে প্রযোজনা সংস্থাগুলোকে চিঠি পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। চ্যানেলও বিষয়টা জানে বলেই জানা গিয়েছে।
তবে এই বিষয়ে এখনো ফেডারেশনের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এমনকি চ্যানেল কর্তৃপক্ষের তরফেও কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে এদিন একটি নতুন ধারাবাহিকের প্রযোজনা সংস্থার সঙ্গে ফেডারেশনের বৈঠক আছে। তবে চিঠি পাঠিয়ে বেতন বাড়ানোর কথা বললেও বা মিটিংয়ের ডাক দিলেও টেকনিশিয়ানরা শ্যুটিং বন্ধ করেননি বলেই জানা গিয়েছে। তাঁরা চান না টলিগঞ্জে কাজের কোনও ক্ষতি হোক। ফলে বর্তমানে যে ধারাবাহিকগুলো চলছে সেগুলোর শ্যুটিং স্তব্ধ হয়নি।
আরও পড়ুন: অঙ্কুশের পর টলিউডে আর কোনও প্রতিষ্ঠিত নায়ক নেই, দাবি ঐন্দ্রিলার! বললেন, 'আমাদের ইন্ডাস্ট্রিতে...'
কিন্তু যে ধারাবহিকগুলোর কাজ শুরু হওয়ার কথা সেগুলোর কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে বলেই জানা গিয়েছে। দাদামণি ধারাবাহিকের সেট নির্মাণে কাজে এদিন বাধা আসে। যদিও সেটার কারণ টেকনিশিয়ানদের কেবল বেতন বৃদ্ধির দাবি সেটা নয়। টিভি ৯ বাংলার তরফে জানানো হয়েছে এই সেট নির্মাণে বিষয় নাকি ফেডারেশন জানত না।
ফলে আপাতত সমস্ত পক্ষ অর্থাৎ চ্যানেল, প্রযোজক, ফেডারেশন আলোচনা করার পর টেকনিশিয়ানরা পারিশ্রমিক বাড়ার আশ্বাস পেলে তবেই শ্যুটিং হবে এই ধারাবাহিকগুলোর।
আরও পড়ুন: 'স্বামীর মৃত্যুর দায় আজও মেয়েদের উপরই বর্তায়', বিয়ের আগে এ কোন উপলব্ধি ঋতাভরীর?