বাংলা নিউজ > বায়োস্কোপ > Trina Saha-Koushik Roy: ফের একসঙ্গে তৃণা-কৌশিক, তবে কি খড়কুটো ২ আসছে?
পরবর্তী খবর
Trina Saha-Koushik Roy: ফের একসঙ্গে তৃণা-কৌশিক, তবে কি খড়কুটো ২ আসছে?
1 মিনিটে পড়ুন Updated: 26 Sep 2023, 10:38 AM ISTSubhasmita Kanji
Trina Saha-Koushik Roy: আবারও খড়কুটো ধারাবাহিকের বিখ্যাত জুটি গুনগুন ওরফে তৃণা এবং বাবিন ওরফে কৌশিক একসঙ্গে। তবে কি এবার আবার এই ধারাবাহিকের পার্ট ২ আসছে? কী জানালেন অভিনেত্রী?
কৌশিকের সঙ্গে ছবি পোস্ট করে কীসের ইঙ্গিত দিলেন তৃণা?
কত সিরিয়াল আসে, কত সিরিয়াল যায়। আর এই আসা যাওয়ার মাঝেই এমন কিছু সিরিয়াল থেকে যায় যা আমাদের মনে চিরকালীন একটা ছাপ রেখে যায়, মনে থেকে যায় চরিত্রগুলো। আর তেমনই একটা ধারাবাহিক ছিল খড়কুটো। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় তৃণা সাহা এবং কৌশিক রায়কে দেখা গিয়েছিল। এখানে প্রথমবার তাঁরা জুটি বাঁধেন। তাঁদের চরিত্রের নাম ছিল গুনগুন এবং বাবিন বা সৌজন্য। গল্প এগোতে না এগোতেই দর্শকদের মনে ধরে যায় এই জুটিকে। কেউ কেউ আবার তাঁদের ভালোবেসে নামও দিয়ে ফেলেন ‘সৌগুন’। মাঝে তাঁদের আবারও বালিঝড় ধারাবাহিকে দেখা গিয়েছিল, কিন্তু সেই ধারাবাহিক সেই ভাবে দর্শকদের মন কাড়েনি। ফলে চলেওনি বেশিদিন। এবার আবার তৃণা এবং কৌশিককে একসঙ্গে দেখা গেল। ব্যাপারটা কী?
মাঝে যতই বালিঝড় ধারাবাহিকে তৃণা এবং কৌশিক কাজ করুন না কেন দর্শক কিন্তু আজও তাঁদের গুনগুন এবং বাবিন বলেই মনে রেখেছেন। সেই প্রসঙ্গ টেনে এনেই কৌশিকের সঙ্গে ছবি দিয়ে একটা বিশেষ ইঙ্গিত দিলেন অভিনেত্রী। তবে কি এবার খড়কুটো ২ আসছে?
তৃণা এদিন যে ছবিটি পোস্ট করেন সেখানে কৌশিককে সেলফি তুলতে দেখা যাচ্ছে। তার পাশেই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। দুজনের মুখেই লেগে রয়েছে হাসি। এই ছবি পোস্ট করে তৃণা লেখেন, 'বাবিন গুনগুন ফের একসঙ্গে। এই পুজো এবার নতুন কিছু ইন্টারেস্টিং আনবে ওরা।' ফলে খড়কুটো ২ নয়, বরং তাঁরা একত্রে নতুন কোনও প্রজেক্টে কাজ করতে চলেছেন যা এই পুজোয় আসবে। সেটা কী? ক্রমশ প্রকাশ্যে!