সম্প্রতি আচমকাই রটে যায় যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের সম্পর্ক নাকি ভাঙনের মুখে। সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে আনফলো করেছেন তাঁরা। তারপরই জল্পনা ঘনাতে থাকে তবে কি সিনেমার নামের মতোই বাস্তবেও আড়ি হল তাঁদের? এই জল্পনার মাঝেই নুসরত জাহানকে ছেলেকে নিয়ে দার্জিলিংয়ে ছুটি কাটাতে দেখা গেল। অন্যদিকে যশ দাশগুপ্ত ছুটি কাটাচ্ছেন থাইল্যান্ডে। সঙ্গী কে?
আরও পড়ুন: নোবেল 'নারী বিদ্বেষী বলেই ধর্ষণ করেছেন', দাবি তসলিমার! বললেন, ‘সারেগামাপায় ওকে নিয়ে আদিখ্যেতা...’
কী ঘটেছে?
নুসরত জাহান তাঁর বাবা, মা, ছেলে সহ গোটা পরিবারকে নিয়ে বর্তমানে দার্জিলিংয়ে ছুটি কাটাচ্ছেন। এদিন অভিনেত্রী তাঁদের এই সফরের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে তাঁকে কোথাও ছেলের সঙ্গে খেলতে দেখা গিয়েছে, তো কোথাও আইসক্রিম খেতে দেখা যাচ্ছে। বাদ যায়নি দার্জিলিংয়ের স্থানীয় খাবার চেখে দেখা। এছাড়া পাহাড়ি কুকুরের সঙ্গেও খেলতে দেখা যায় আড়ি অভিনেত্রীকে। দার্জিলিং চিড়িয়াখানার সামনে গোটা পরিবারের সঙ্গে ছবি তুলতে ভোলেননি নুসরত। যদিও ছেলের মুখ তিনি একটি নীল রঙের হৃদয়ের ইমোজি দিয়ে ঢেকে দিয়েছেন।
অন্যদিকে যশ দাশগুপ্ত বর্তমানে থালিন্যান্ডে ছুটি কাটাচ্ছেন। তাঁর সঙ্গে সেই সফরে গিয়েছে তাঁর বড় ছেলে। অর্থাৎ তাঁর এবং তাঁর প্রথম স্ত্রীর সন্তান। সেখানে তাঁদের সমুদ্রের ধারে মজা করতে, জলের বিভিন্ন রাইড উপভোগ করতে দেখা গিয়েছে।
শুধু তাই নয়, এদিন যশ দাশগুপ্ত একটি ইঙ্গিতবহ পোস্ট শেয়ার করেন। সেখানে সাইরাস ব্ল্যাকের একটি উক্তি দেখা যাচ্ছে যেখানে লেখা, 'আমাদের সবার মধ্যে ভালো মন্দ দুই আছে। কিন্তু আমরা কোন রূপটা দেখাচ্ছি সেটাই ম্যাটার করে। সেটাই প্রকৃত আমরা।'


আরও পড়ুন: আর কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনা করবেন না অমিতাভ! বিগ বি-কে রিপ্লেস করছেন এই তারকা?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, বুধবার সকাল সকাল ঘুম উড়ে যায় যশ নুসরতের ভক্তদের। দেখা যায় যে সোশ্যাল মিডিয়া থেকে একে-অপরকে আনফলো করে দিয়েছেন যশ আর নুসরত। চর্চা বাড়তেই মুখ খুলেছেন যশ। আনফলো কেন করেছেন সেই বিষয়ে তিনি টিভি নাইন বাংলাকে বলেছেন, ‘সকাল থেকেই ভুল খবর ঘুরছে। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিছু টেকনিক্যাল গ্লিচ রয়েছে, মার্ক জুকারবার্গকে জিজ্ঞাসা করেত হবে, কেন আমার অ্যাকাউন্ট থেকে নুসরতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না। নিজে থেকেই আনফলো হয়ে যাচ্ছে! আমাদের স্যোশাল মিডিয়া টিম দেখছে বিষয়টা।’