গৃহশিক্ষকের বাড়ির ছাদে কুল পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রী। নিহত ছাত্রীর নাম শুভশ্রী মণ্ডল (১৫)। ঘটনা পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার রামভদ্রপুরে। এই ঘটনায় যদিও কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি।জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে নন্দকুমারের বরগোদার বাসিন্দা শুভশ্রী গৃশিক্ষকের বাড়িতে পড়তে গিয়েছিল। কিন্তু তখন গৃহশিক্ষক বাড়িতে ছিলেন না। তখন কুল পাড়তে গৃহশিক্ষকের বাড়ির ছাদে ওঠে সে। বাঁশ দিয়ে কুল পাড়ার চেষ্টা করার সময় কাছেই থাকা বিদ্যুতের তারে তড়িদাহত হয় ছাত্রী। সঙ্গে সঙ্গে ছাদ থেকে মাটিতে আছড়ে পড়ে সে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।মৃতার পরিবারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ওর এক সহপাঠী হঠাৎ ফোন করে জানায় শুভশ্রী পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে পৌঁছই। সেখানে গিয়ে দেখি আমাদের মেয়ে আর নেই।ছাত্রীর দেহ উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানিয়েছে, অত্যন্ত ছটফটে ছিল শুভশ্রী। চুপ চাপ বসে থাকত না। তাই স্যার আসেননি শুনে ও কুল পাড়তে ছাদে উঠে পড়ে। কিন্তু এরকম যে হতে পারে আমরা কেউই বুঝতে পারিনি।