১৮ এপ্রিল, শুক্রবার সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল ফুরফুরা শরিফে। উজল পুকুর মোড় এলাকার যেখানে এই প্রতিবাদ সভার মঞ্চ বাঁধা হয়েছিল, তার থেকে মাত্র ৫০ মিটারের মতো দূরত্বে অবস্থিত এক কালীমন্দির। এই আবহে সেই প্রতিবাদ সভার সময় সেই মন্দির পাহারা দিতে দেখা যায় পীরজাদা কাশেম সিদ্দিকি। এরই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় ওয়াকফের নামে হওয়া হিংসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। (আরও পড়ুন: মমতা পর্যন্ত জানান শুভেচ্ছা, কিন্তু… দিলীপের বিয়ে নিয়ে কাটকা🐠ট মন্তব্য শুভেন্দুর)
আরও পড়ুন: 'পুলিশ বাঁচাতে পার﷽বে না', মুর্শিদাবাদে গিয়ে শুনলেন রাজ্যপাল, জবাবে বোস বল🌞লেন...
কাশেম সিদ্দিকি বলেন, 'বিভিন্ন জায়গায় যে সমস্ত অশান্তির ঘটনা ঘটেছে, সেখানে কিছু কুচক্রী মাথায় টুপি পরে মন্দির মসজিদ লক্ষ্য করে ঢিল ছুড়েছে। দুষ্কৃতীরা সব জায়গাতেই রয়েছে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যই মন্দিরের সামনে দাঁড়িয়ে ছিলাম আমি। ফুরফুরায় কখনও কোনও হিংসার ঘটনা ঘটেনি। এখানে হিন্দু ভাইরা আমাদের বাড়িতে গিয়ে ইদ পালন করে। বিপদে-আপদে আমরা একে অপরের পাশে দাঁড়াই।' উল্লেখ্য, ওয়াকফ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করেই অগ্নিগ্রভ পরিস্থিতি তৈরি হয়েছিল গত শুক্রবার, ১১ এপ্রিল। (আরও পড়ুন: বঙ্গোপসাগরে পাক সܫ্বপ্ন ডো💮বাল ভারত, লঙ্কার ঝাঁঝে চোখে জল ইসলামাবাদের)
আরও পড়ুন: গতকালই বিয়েত𝐆ে মুখ্যমন্ত্রীর উপহার পেয়েছি🐓লেন, আর আজ সেই মমতাকেই তুলোধনা দিলীপের
এদিকে উজলপুকুর মাঠ থেকে ‘ব্রিগেড চলো’র ডাক দিলেন পীজাদারা। ২৬ এপ্রিল সেই ব্রিগেড সমাবেশ হবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের ডাকে এই সমাবেশ হবে। আর পীরজাদা মেহেরাব সিদ্দিকি বলেন,'আমরা পিরজাদারা সমর্থন করেছি এই সমাবেশকে। ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবং ভারতের সংবিধান রক্ষায় এই সমাবেশ হবে।' এদিকে যাঁরা ব্রিগেড সমাবেশে অংশ নেবেন, তাঁরা যাতে সংযত থাকেন, সেই বার্তা দিয়েছেন ফুরফুরার পীরজাদা। (আরও পড়ুন: RAW নিয়ে দাꩲবি, ভারতের সঙ্গে 'শত্রুতায়' বদ্ধপরিকর ইউনুসের 'আতঙ্কিত' শিষ্য?)