পুলিশ কোনও ট্যাক্স নিতে পারে না। যদি তেমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে প্রশাসন সেটা দেখবে। তিনদিনের উত্তꦉরবঙ্গ সফরের প্রথম দিনেই এক ছোট ব্যবস♑ায়ীর তোলা অভিযোগের প্রেক্ষিতে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
আজ (সোমবার - ১৯ মে, ২০২৫) উত্তরবঙ্গে পৌঁছন মমতা। সফরের একেবারের প্রাথমিক লগ্নে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত একটি অনুষ্ঠানে শিল্পপতি এবং ব্যবসায়ীদꦕের সঙ্গে বৈঠক করেন তিনি। সরাসরি কথা বলেন তাঁদের সঙ্গে। শিল্পপতি থেকে শুরু করে ছোট ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা মুখ্যমন্ত্রীকে তাঁদের বিভিন্ন পরিকল্পনা জানানোর পাশাপাশি নানা ধরনের সমস্যা ও প্রতিবন্ধকতাগুলিও তুলেꦇ ধরেন।
তেমনই এক ছোট ব্যবসায়ী কিছুটা অনুযোগের সুরে মুখ্যমন্ত্রীকে জানান, যখন কোনও পণ্যবাহী গাড়ি রাস্তায় নামে, তখন তার জন্য টোল ট্যাক্স, জিএসটি প্ཧরভৃতি দিতে হয়। উপরন্তু, পুলিশকেও টাকা দিতে হয়। এতে খরচ অনেক বেড়ে যায়। সরাসরি গাড়ির ভাড়া বেড়ে যায়। ওই ব্যবসায়ীর অভিযোগ, যদি কোথাও পুলিশকে ১০০ টাকা দেওয়া হয়, তাহলে চালকরা ব্যবসায়ীদের এসে বলেন, তাঁরা ৫০০ টাকা দিয়েছেন। এতে আখেরে ব্যবসায়ীদেরই ক্ষতির মুখে পড়তে হয়।
এর প্রেক্ষিতে মমতা মূলত দু'টি বিষয়ে উল্লেখ করেন। তিনি জানান, টোল ꦆট্যাক্স, জিএসটি - এস🐭ব কেন্দ্রের বিষয়। এখানে তাঁর কিছু করার নেই। তবে, রাজ্য়ের তরফে একটা অনুরোধ করা যেতে পারে, যদি কেন্দ্রীয় সরকার ছোট ব্যবসায়ীদের অন্তত কিছু ছাড় দেয়।
এরই সঙ্গে মমতা বলেন, পুলিশ কেꩲন ট্যাক্স তুলবে? পুলিশ তো টাকা তুলতে পারে না। মমতার আশ্বাস, যদি এমন কোনও ঘটনা ঘটে, তাহলে সেটা যাতে দেখা হয়, তিনি পুলিশকেই সেই নির্꧂দেশ দেবেন। কারণ, এসব যাতে না ঘটে, সেটা দেখার দায়িত্ব পুলিশেরই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় রাজ্যের পুলিশমন্ত্রীও বটে। এর আগেও বিভিন্ন সময়, নানা জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্য়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। পুলিশের একাংশের বিরুদ্ধে রাস্তায় পণ্যবাহী গাড়ি থা🦋মিয়ে তোলাবাজি করার অভিযোগও নতুন নয়। শিলিগুড়ির এদিনের অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যবসায়ীও সেদিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। যা শুনে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।