আবার খাস কলকাতায় বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। রবিবাসরীয় দুপুরে এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। আর এই ঘটনায় দু’জন অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ, রবিবার আনন্দপুর থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। গতকাল শনিবার প্রগতি ময়দান থানার পুলিশ মাঝরাতে জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকা থেকে দুটি ৭এমএম বন্দুক, দুটি ভর্তি এবং একটি খালি কার্তুজ উদ্ধার করেছিল। বেআইনি আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতারও করা হয়েছিল। রবিবার সেই ঘটনা অব্যাহত রয়েছে। তবে নেপথ্যে ষড়যন্ত্র আছে বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আজ রবিবার দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। কারণ তাদের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র ছিল। সেগুলি পাচার করার ছক ছিল। তার আগেই গোটা বিষয়টি ধরে ফেলা হয়েছে। আর উদ্ধার করা হয়েছে ১০টি আগ্নেয়াস্ত্র। কলকাতা পুলিশের এসটিএফ অভিযান চালিয়ে এই দু’জনকে গ্রেফতার করেছে। ধৃত অস্ত্র কারবারিরা অস্ত্র হ্যান্ডেলার। এক জায়গা থেকে অন্য জায়গায় অস্ত্র পাঠাতে এখানে এসেছিল। এপ্রিল মাসে রামনবমী রয়েছে। ওই দিন যাতে গোলমাল পাকানো যায় তাই এই আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছিল।
আরও পড়ুন: ডুয়ার্সের কাঠামবাড়ি জঙ্গল পুড়ে ছারখার অবস্থা, কেমন করে অগ্নিকাণ্ড? প্রশ্নের মুখে বন দফতর
এদিকে শহরের বুকে নাশকতা ঘটাতে পারলে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন উঠে যাবে। তাই এমন করার পরিকল্পনা করেছিল কয়েকজন বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ আছে কিনা সেটা এখন খতিয়ে দেখা হচ্ছে। এর আগে বেশ কয়েকটি জায়গায় রামনবমীর দিন অস্ত্র দেখা গিয়েছিল। গোলামালের সময় গুলি পর্যন্ত চলেছিল। এবারও তেমন ছক কষা হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। আনন্দপুরের নোনাডাঙা থেকে যে রাস্তা বাসন্তী হাইওয়ের দিকে গিয়েছে সেই রাস্তা থেকেই একজন মহিলা ও একজন পুরুষকে গ্রেফতার করে পুলিশ। তারা কোথায় যাচ্ছিল এবং কোথা থেকে আসছিল, এত অস্ত্র নিয়ে যাওয়ার কারণ কী সেটা এখনও স্পষ্ট নয়।