রিপোর্ট অনুযায়ী, রুবি মোড়ে আড়াআড়িভাবে প্রচুর অটো দাঁড় করিয়ে দিয়ে গাড়ি চলাচল ব্যাহত করা হয়। এর জেরে উল্টোডাঙাগামী গাড়িগুলি দাঁড়িয়ে পড়ে রুবিতে।
ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস
সকাল সকাল রুবি মোড় অবরোধ করলেন অটো চালকরা। অফিস টাইমে ইএম বাইপাসে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিসযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা গিয়েছে, পাম্পে গিয়েও সিএনজি না মেলায় অটোচালকরা এই অবরোধ করেছেন। আন্দোলনকারীদের অভিযোগ, কলকাতার প্রায় কোনও সিএনজি কেন্দ্রেই জ্বালানি মিলছে না। এই আবহে গড়িয়া থেকে উল্টোডাঙাগামী লেন অবরোধ করা হয় অটো দাঁড় করিয়ে। (আরও পড়ুন: মমতা সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ CAG-র, গলা শুকিয়ে গেল তৃণমূলের?)
রিপোর্ট অনুযায়ী, রুবি মোড়ে আড়াআড়িভাবে প্রচুর অটো দাঁড় করিয়ে দিয়ে গাড়ি চলাচল ব্যাহত করা হয়। এর জেরে উল্টোডাঙাগামী গাড়িগুলি দাঁড়িয়ে পড়ে রুবিতে। অফিস টাইমে কার্যত স্তব্ধ হয়ে যায় বাইপাসের একটা বড় অংশ। এর জেরে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এদিকে অটোচালকরা রুবি মোড়ে দাঁড়িয়ে তাঁদের দাবিদাওয়া জানিয়ে স্লোগান দিতে থাকেন।
এদিকে রুবি মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা অবরোধকারীদের বুঝিয়ে শুনিয়ে অবরোধ সরানোর চেষ্টা করেন। তবে অবরোধে অনড় থাকেন আন্দোলনকারীরা। উলটে অটো চালকেরা রাস্তায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অবিলম্বে সব পেট্রল পাম্পে সিএনজি-র ব্যবস্থা করতে হবে। পরে পুলিশের কথায় অবরোধ উঠতে শুরু করে ধীরে ধীরে। যান চলাচল শুরু হয়।