পহেলꦑগাঁও জঙ্গি হামলার জবাবে সাফল্যের সঙ্গে 'অপারেশন সিঁদুর' চালিয়েছে ভারতীয় সামরিকবাহিনীসমূহ। সা𝓡মরিকবাহিনীর সেই কৃতিত্ব উদযাপন করতে মাঠে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এক্ষেত্রে বাকিদের পিছনে ফেলে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির পক্ষ থেকে দেশজুড়ে তিরঙ্গা যাত্রার ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্যব্যাপী বিশেষ কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়।
এই প্রেক্ষাপটে এবার মাঠে নামল আরএসএস♑-এর ছাত্র সংগঠন - অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। তাদের ঘোষণা, ভাতীয় সশস্ত্রবাহিনীর পরাক্রমকে কুর্নিশ জানাতে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার তিরঙ্গা যাত্রা পালন করা হবে। সেই উদ্দেশ্যে আজ (শুক্রবার - ১৬ মে, ২০২৫) বিকেল ৪টে থেকে জমায়েত শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে। তারপর ক্যাম্পাসের ভিতরেই হবে তিরঙ্গা যাত্রা।
উল্লেখ্য,𓄧 এর আগে অনুমতির তোয়াক্কা না করেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন করেছিল এবিভিপি। তাদের লক্ষ্য, আগামী দিনে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও তিরঙ্গা যাত্রা করা।
সংগঠনের র▨াজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার বৃহস্পতিবার এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করব (তিরঙ্গা যাত্রা)। তারপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে করা হবে। যেখানে যেখানে দেশদ্রোহীদের আঁতুড়ঘর রয়েছে সেখানেই আমরা কর্মসূচি কর🍨েছি। বিশ্বভারতীতে করেছি। আগামিকাল যাদবপুর। পরে প্রেসিডেন্সিতে করব।'