দূষণ মোকাবিলায় ভালো কাজ করায় শহর কলকাতাকে পুরস্কৃত করেছে কেন্দ্রীয় সরকার। আজ (শুক্রবার - ১৬ মে, ২০২৫) একথা জানালেন ব꧃াংলার মুখ্যমন্ত্রী স্বয়ং। এদিন বিকেলে - ৫টা ০৮ মিনিটে, তাঁর অফিসিয়াল এক্স অ্য়াকাউন্ট থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় একটি পোস্ট করেন। সেই পোস্টেই এই সুখবর দেন মমতা। জানান, বাতাসে ভাসমান ক্ষতিকর ধূলিকণা হ্রাস করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পেরেছে কলকাতা। সেই কারণেই কেন্দ্রের তরফে তিলোত্তমাকে পুরস্কৃত করা হয়েছে।
মমতা তাঁর এক্স পোস্টে আরও জানিয়েছেন, এই একই কারণে দেশের আরও দু'টি শহরকে পুরস্কৃত করা হয়েছে। যদিও, সেই দু'টি শহরের নাম উল্লেখ ক🃏রেননি তিনি। তবে, এবার পরিবেশ রক্ষার ক্ষেত্রেও যে শহর কলকাতা পথ দেখাল, নিজের পোস্টে সেকথা উল্লেখ করেছেন মমতা। তিনি জানিয়েছেন, বাতাসে বিষাক্ত ধূলিকণার পরিমাণ কমানোর পাশাপাশি সামগ্রিকভাবেই কলকাতায় বায়ুর গুণমান বেড়েছে।
তবে, কলকাতাবাসীর সহযোগিতা ছাড়া যে এমনটা সম্ভব হত না, সেই 🍬বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতাবাসীকে তাঁদের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা🥂 বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, শহরের সমস্ত বাসিন্দা এবং সংস্থাকে আহ্বান জানিয়েছেন, যাতে আগামী দিনেও শহরকে আরও পরিচ্ছন্ন এবং আরও সবুজ করে তোলার এই লড়াই জারি থাকে।