🔥পরেশ রাওয়াল প্রিয়দর্শনের ‘হেরা ফেরি ৩’তে থাকছেন না, এ কথা শোনার পর ভক্তরা খুব স্বাভাবিক ভাবেই হতবাক ও হতাশা হয়ে পড়েছিলেন। সৃজনশীল মতপার্থক্যের কারণেই নাকি অভিনেতা ছবিটি ছেড়েছেন এমনই 🌃গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে এই সব কিছুর মধ্যে মুখ খুললেন পরেশ।
মিড-ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা অবশেষে আসল কারণটি প্রকাশ করেছেন। প্রিয়দর্শনের ছবি থেকে সরে আসার সিদ্ধান্ত কেন নিলেন, সে সম্পর্কে পরেশ মুখ খুললেন। ফ্র্যাঞ্চাইজিতে ফেরার প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি জানি এটা অনেকের কাছেই ধাক্কা লেগেছে। ♑প্রিয়দর্শনজির পরিচালনায় আমাদের তিনজনের জুটি দারুণ, কিন্তু আসল সত্যি হল, আমি সরে এসেছি কারণ আমি এখন আর নিজেকে এর অংশ বলে মনে করছি না। আপাতত এটাই চূড়ান্ত। আমি সবসময় বলি কখনও কখনও কিছু বলো না। ভবিষ্যতে কী হবে তা কেউ ভবিষ্যদ্বাণী করতে পারে না।’
আরও পড়ুন: বগল ছেঁড়া জামা পরে কানের রেড কার্পেটে উর্বশী! ‘ওখানে গর্ত নাকি?’ ট্রোল নেটিজ𓆉েনদের
তিনি পরিচালকের সঙ্গে কোনও সৃজনশীল মতপার্থক্যের কথা অস্বীকার করেছ🔥েন। ‘হেরা ফেরি ৩’ থেকে সরে আসার সিদ্ধান্তের পিছনে পারিশ্রমিক সংক্রান্ত কোনও কারণ আছে কিনা? তা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি প্রিয়দর্শনকে ভালোবাসি এবং একজন পরিচালক হিসেবে ওঁর প্রতি আমার অগাধ শ্রদ্♍ধা ও বিশ্বাস রয়েছে। আমরা অতীতেও একসঙ্গে অনেক ভালো ভালো সিনেমা করেছি এবং ভবিষ্যতেও করব। কোনও সৃজনশীল মতপার্থক্য ছিল না, ওঁর সঙ্গে কোনও কাজ করার সম্ভাবনাও নেই। আমার দর্শকদের ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে কোনও অর্থের তুলনা হয় না। এই মুহূর্তে, আমার মনে হচ্ছে এটা এমন একটা চরিত্র যা আমি করতে চাই না, এটুকুই।’
পরেশ ব🍸লেন যে ꩵঅক্ষয় এবং সুনীলকেও তার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। আরও প্রকাশ করেছেন যে, চলচ্চিত্র নির্মাতা তাঁর মত পরিবর্তন করার চেষ্টা করেছিলেন কিন্তু ছবিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি আর এটা নিয়ে বেশি ভাবেননি।
আরও পড়ুন: অনন্যার সঙꦕ্গে প্রেমের চর্চায় সিলমোহ💧র ওয়াকারের? নায়িকার সাফল্যে করলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট
হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে
‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি হল ভারতীয় সিনেমার অন্যতম আইকনিক কমেডি চলচ্চিত্র সিরিজ। এটি ২০০০ সালে প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’ দিয়ে শুরু হয়েছিল এবং এতে অভিনীত কিংবদন্তি ত্রয়ী অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল ছিলেন। ছবিটি একটি কাল্ট ক্লাসিক হয়ে ওঠে, এর হাস্যরস, সংলাপ এবং পরেশ অভিꩲনীত বাবুরাও গণপতরাও আপ্তের চরিত্র🌳ের জন্য ছবিটি আরও জনপ্রিয়তা লাভ করে।
জানা যাচ্ছে, মাঝপথে💫 সিনেমা ছেড়ে দেওয়ায় পরেশের বিরুদ্ধে এবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয় কুমার। গোটা ব্যাপারটিকে অভিনেতার ‘অপেশাদার’ মনোভাব বলে উল্লেখ করা হয়েছে আইনি কাগজে। শুধু তাই নয়, পরেশকে ন্যায্য মূল্যের ক্ষতিপূরণ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।